
গিলকে সিরিজ সেরা মানতে চাননি ম্যাককালাম
ইংল্যান্ডের বিপক্ষে পুরো সিরিজ জুড়েই ব্যাট হাতে অপ্রতিরোধ্য ছিলেন শুভমান গিল। পাঁচ ম্যাচের সিরিজে গিল মোট ৭৫৪ রান করেছেন, গড় ছিল প্রায় ৮৩.৭৮। অন্যদিকে ইংল্যান্ডের হয়ে ফর্মের তুঙ্গে ছিলেন হ্যারি ব্রুক। ৪৮১ রান করেছেন তিনি ৫৩.৪৪ গড়ে। এমন পারফরম্যান্সে দুজনই সিরিজ সেরার পুরষ্কার ভাগাভাগি করেছেন।