
ইবাদতের দারুণ বোলিংয়ে আসরে টিকে রইল সিলেট
জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির ম্যাচে বরিশালকে দুই উইকেটে হারিয়েছে সিলেট। ১০৯ রানের লক্ষ্যে সাত বল আগেই জয়ের দেখা পেয়েছে মাহফুজুর রাব্বির নেতৃত্বাধীন দলটি। এবারের আসরে ছয় ম্যাচে এ নিয়ে দ্বিতীয় ম্যাচ জিতল সিলেট। সমান সংখ্যক ম্যাচে বরিশালও জিতল দুই ম্যাচে। শেষ রাউন্ডের ফলের ওপর নির্ভর করছে তাদের প্লে-অফের ওঠার বিষয়টি।