
যুক্তরাষ্ট্রে স্টুয়ার্ট ল'য়ের স্থলাভিষিক্ত হলেন দাসানায়েকে
যুক্তরাষ্ট্র পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে আবারো নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক উইকেটরক্ষক পুবুদু দাসানায়েকে। ৫৪ বছর বয়সী এই কোচ এর আগেও ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রকে কোচিং করিয়েছেন, যেখানে দেশটি প্রথমবারের মতো ওয়ানডে মর্যাদা অর্জন করে ইতিহাস গড়েছিল।