যুক্তরাষ্ট্রে স্টুয়ার্ট ল'য়ের স্থলাভিষিক্ত হলেন দাসানায়েকে

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে স্টুয়ার্ট ল'য়ের স্থলাভিষিক্ত হলেন দাসানায়েকে
পুবুদু দাসানায়েকে, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
যুক্তরাষ্ট্র পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে আবারো নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক উইকেটরক্ষক পুবুদু দাসানায়েকে। ৫৪ বছর বয়সী এই কোচ এর আগেও ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রকে কোচিং করিয়েছেন, যেখানে দেশটি প্রথমবারের মতো ওয়ানডে মর্যাদা অর্জন করে ইতিহাস গড়েছিল।

দাসানায়েকে দায়িত্ব নিচ্ছেন স্টুয়ার্ট ল'য়ের জায়গায়, যিনি সদ্যসমাপ্ত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে কোচিং করানোর পর পদত্যাগ করেছেন। বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। ইতোমধ্যেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে দলটি। এমন সময়ে দাসানায়েকের ফিরে আসা নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে মার্কিন দলকে।

আইসিসিকে দেয়া সাক্ষাৎকারে দাসানায়েকে বলেন, 'আবারো যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ হিসেবে ফিরে আসা আমার জন্য গর্বের। আগের মেয়াদে আমরা যা অর্জন করেছিলাম, তাতে আমি ভীষণভাবে গর্বিত। আমি বিশ্বাস করি এই দলটির আরও অনেক কিছু করার ক্ষমতা আছে। খেলোয়াড় ও স্টাফদের সঙ্গে মিলে আবার কিছু অসাধারণ গড়তে চাই।'

অ্যাসোসিয়েট ক্রিকেটে দাসানায়েকে একজন অভিজ্ঞ ও পরীক্ষিত কোচ। ২০১৪ সালে তার হাত ধরেই নেপাল প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। এরপর ২০২৩ সালে কানাডাকে ওয়ানডে স্ট্যাটাস ফিরিয়ে আনতে সহায়তা করেন তিনি। তার অধীনে থেকেই দলটি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেয়।

যুক্তরাষ্ট্রে তার শেষ মেয়াদের পর অনেক কিছু বদলেছে। এর মধ্যে অন্যতম হলো মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) যাত্রা। এটি দেশটির ঘরোয়া ক্রিকেট কাঠামোয় নতুন দিগন্ত খুলে দিয়েছে। সামনে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সেই লক্ষ্যেই প্রস্তুতির ছক কষা শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র দল।

আরো পড়ুন: পুবুদু দাসানায়েকে