
হাসারাঙ্গার ক্যামিওতে হংকংকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে এক পা শ্রীলঙ্কার
হংকংকে ৪ উইকেটে হারিয়ে এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ডে এক পা দিয়েছে শ্রীলঙ্কা। এই ম্যাচে আগে ব্যাট করে ১৪৯ রান করে হংকং। জবাবে খেলতে নেমে ৭ বল হাতে রেখেই জয় পায় শ্রীলঙ্কা। শেষের দিকে এসে দারুণ এক ক্যামিও খেলে লঙ্কানদের জয়ের নায়ক হয়েছেন হাসারাঙ্গা। এ নিয়ে টানা দুই ম্যাচ জিতে 'এ' গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে লঙ্কানরা।