
ভারতের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন আইয়ার-কিশান, শীর্ষে কোহলি-রোহিত
ভারত ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টের পর শ্রেয়াস আইয়ারকে জাতীয় দল থেকে ছুটি নিয়ে রঞ্জি ট্রফিতে খেলার পরামর্শ দিয়েছিলেন নির্বাচকরা। তবে পিঠের চোট দেখিয়ে প্রথম শ্রেণির টুর্নামেন্টে খেলেননি ডানহাতি এই ব্যাটার। মুম্বাইয়ের হয়ে কোয়ার্টার ফাইনালে না খেলে বিশ্রাম নেয়ায় কেন্দ্রীয় চুক্তিতে থেকে বাদ পড়েন আইয়ার। বছরখানেক পেরিয়ে যাওয়ার পর আবারও কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন তিনি।