
এত বাজেভাবে হারবো এটা কখনো চিন্তায় আসেনি: নান্নু
প্রথম দুই ওভারে বাংলাদেশের রান শূন্য। নুয়ান থুসারা ও দুশমন্থ চামিরাকে মেইডেন দেয়ার পাশাপাশি দুইটা উইকেটও হারায় টাইগারা। একটা সময় বাংলাদেশের স্কোর ছিল ৫ উইকেটে ৫৩ রান। এমন অবস্থা থেকে শামীম হোসেন পাটোয়ারি ও জাকের আলী অনিকের জুটিতে ১৩৯ রানের পুঁজি পায় বাংলাদেশ। জয়ের জন্য যে সেটা যথেষ্ট ছিল না পাথুম নিশাঙ্কা ও কামিল মিশারার ব্যাটিং দেখেই অনুমান করা গেছে। ৩২ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা। ম্যাচ শেষে মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, বাংলাদেশ এত বাজেভাবে হারবে সেটা তাঁর চিন্তায়ও আসেনি।