
৬ দিনের বিরতিতেই ছন্দ হারিয়েছে রংপুর, দাবি আর্থারের
এবারের বিপিএলে ফর্মের তুঙ্গে শুরু করেছিল রংপুর রাইডার্স। তবে শুরুর সেই ছন্দ গ্রুপ পর্বের শেষদিকে এসে ধরে রাখতে পারেনি রংপুর দল। তারা গ্রুপ পর্বের নিজদের শেষ দুই ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে হেরেছে। এর জন্য বিপিএলের মাঝে ৬ দিনের বিরতিকে দায়ী করছেন রংপুর দলের প্রধান কোচ মিকি আর্থার।