
আশা করব বাংলাদেশ কোনো অজুহাত দেবে না: হার্শা
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ কেমন খেলে তা নিতে আগে থেকেই সংশয় ছিল হার্শা ভোগলের। যদিও তার প্রত্যাশা ছিল বাংলাদেশ লড়াই করবে। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে যাওয়াতে খানিকটা বিমর্ষ হয়েছেন ভারতের জনপ্রিয় এই ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক। তার প্রত্যাশা, এমন হারে কোনো অজুহাত দেবে না বাংলাদেশ। বরঞ্চ বাস্তবতা মেনে নেবে লিটন দাসের দল।