৯ উইকেটের জয়ে সিরিজ বাংলাদেশের
প্রথম টি-টোয়েন্টিতে দেড়শ ছুঁতে না পারার পর নোয়া ক্রোস বলেছিলেন, ‘আমি নিশ্চিত, পরের দুই ম্যাচে আমরা ভালো পারফরম্যান্স করতে পারব।’ তবে মাঠের ক্রিকেটে নেদারল্যান্ডসের পারফরম্যান্স ছিল পুরোপুরি উল্টো। প্রথম ম্যাচে ১৩৬ রান করতে পারলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারীরা টেনেটুনে একশ পার করেছে। নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে ডাচদের ১০৩ রানে আটকে দেয় বাংলাদেশ। সহজ লক্ষ্য তাড়ায় তানজিদ হাসান তামিমের হাফ সেঞ্চুরির সঙ্গে লিটন দাস ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে জয় পেয়েছে স্বাগতিকরা। ৯ উইকেটের জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিলো বাংলাদেশ।