নিদাহাস ট্রফি

ক্ষতিপূরণ দিতে রাজি বিসিবি

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 13:40 শনিবার, 17 মার্চ, 2018

শুক্রবার শ্রীলংকাকে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। তবে এদিন ম্যাচ জিতলেও মাঠ এবং মাঠের বাইরে বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনাও ঘটেছে।

ম্যাচ শেষে ক্রিকেটাররা তো বিতর্কে জড়িয়েছেনই। এছাড়াও অভিযোগ উঠেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা নাকি তাদের ড্রেসিং রুমের গ্লাস ভেঙ্গেছেন। জানা গিয়েচগে এই ঘটনার ব্যাপারে তদন্ত করা হবে।

এদিকে ক্রিক ইনফো থেকে জানা গিয়েছে, বাংলাদেশের ড্রেসিং রুমে যারা ছিলো তাদের মধ্যে থেকেই কেউ কাঁচের দরজাটি ভেঙ্গেছিলো। সিসি ক্যামেরায় দেখা গেছে কিছু বাংলাদেশি ক্রিকেটার ড্রেসিং রুমের দিকে এগিয়ে যাচ্ছিলো।

এর কিছু পরেই সিঁড়িতে ভাঙ্গা গ্লাস পড়তে দেখা যায়। হয়তো সেই মুহূর্তেই দরজাটি ভাঙ্গা হয়েছিলো। ম্যাচ রেফারি ক্রিস ব্রড ইতিমধ্যে ভিডিও ফুটেজ দেখে ক্যাটারিংয়ের কিছু লোকের সাথে কথা বলছেন।

তারা নাকি কিছু ক্রিকেটারের নামও উল্লেখ করেছেন যারা এই ঘটনার সাথে জড়িত। অবশ্য তাদের বক্তব্যকেই মূল প্রমাণ হিসেবে দেখছেন না ব্রড। সবকয়টি ভিডিও ফুটেজ যাচাই করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন তিনি বলে জানা গেছে। 

তবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যে লঙ্কানদের জানিয়েছে তারা এই ঘটনার জন্য ক্ষতিপূরণ দিতেও রাজি আছে। যদিও সবকিছু প্রমাণের জন্য অপেক্ষা করছে তারা।