আইপিএল

৪২ ছক্কার ম্যাচে বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড রান তাড়া করে জিতল পাঞ্জাব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:56 শুক্রবার, 26 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

সুনীল নারিন এবং ফিল সল্টের ঝড়ে স্কোরবোর্ডে ২৬১ রান তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই লক্ষ্যকেও ৮ বল হাতে রেখে অতিক্রম করে ফেলল পাঞ্জাব কিংস। জনি বেয়ারস্টোর সেঞ্চুরি, প্রভসিমরান সিং ও শশাঙ্ক সিংয়ের ঝড়ো দুটি হাফ সেঞ্চুরিতে আট উইকেটে জিতেছে পয়েন্ট টেবিলের আট নম্বরে ওঠা দলটি। রেকর্ড ৪২ ছক্কার ম্যাচটিতে শুধু আইপিএল নয়, সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে সর্বোচ্চ রান তাড়া করে জেতার বিশ্বরেকর্ড গড়েছে আইপিএলে কখনোই শিরোপা না জেতা পাঞ্জাব কিংস।

এই ম্যাচে পাঞ্জাবের ব্যাটাররা হাঁকিয়েছে ২৪টি ছক্কা, যা আইপিএলে রেকর্ড। এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হয়েছে ২২টি। কয়েকদিন আগেই বেঙ্গালুরুর বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা এমন তাণ্ডব চালিয়েছিল। ম্যাচে কলকাতার ব্যাটাররা হাঁকায় ১৮টি ছক্কা, সবমিলিয়ে যা বিশ্বরেকর্ড। এর আগে হায়দরাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা এবং হায়দরাবাদ এবং বেঙ্গালুরুর খেলায় সর্বোচ্চ ৩৮টি করে ছক্কা হয়েছিল। দুটো ম্যাচই এবারের আইপিএলে হয়েছে!

লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লে'র ছয় ওভারেই ৯৩ রান তোলে পাঞ্জাব। পাওয়ার প্লে'র একদম শেষ বলে রানআউট হন ২০ বলে চারটি চার ও পাঁচটি ছক্কা হাঁকানো প্রভসিমরান সিং। যদিও একপাশ দিয়ে চার-ছক্কার জোরে মাত্র ৪৫ বলে সেঞ্চুরি তুলে নেন বেয়ারস্টো।

শেষ পর্যন্ত আটটি চার ও ৯টি ছক্কায় ১০৮ রানে অপরাজিত থাকেন ইংলিশ এই ওপেনার। শেষদিকে ২৮ বলে দুটি চার ও আটটি ছক্কায় ৬৮ রানের দারুণ এক ইনিংসে পাঞ্জাবের জয় নিশ্চিত করতে ভূমিকা রাখেন শশাঙ্ক। ৫২৩ রানের এই ম্যাচে কলকাতার হয়ে এ দিন মাত্র ২৪ রান খরচায় এক উইকেট নেন নারিন। চার ওভার করা নারিনের ইকোনমি রেট ছিল ৬।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণভাবে করে কলকাতা। মাত্র ১০.২ ওভারে ১৩৮ রানের ওপেনিং জুটি গড়ে দলটি। ৩২ বলে নয়টি চার ও চারটি ছক্কায় ৭১ রানের দারুণ একটি ইনিংস খেলেন নারিন।

রাহুল চাহারের বলে নারিন ফেরার কিছুক্ষণ পর ফিরে যান সল্টও। স্যাম কারানের বলে বোল্ড হওয়ার আগে ৩৭ বলে ছয়টি চার ও ছয়টি ছক্কায় ৭৫ রান আসে তার ব্যাটে। ১৬৩ রানে সল্টের উইকেট হারানোর পর ভেঙ্কটেশ আইয়ার ও আন্দ্রে রাসেলের ব্যাটে এগিয়ে যেতে থাকে পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা দলটি।

দলকে দুইশ পাড় করানোর ওর ফিরে যান রাসেলও। ১২ বলে ২৪ রান আসে তার ব্যাটে। শেষে ভেঙ্কটেশ আইয়ারের ২৩ বলে ৩৯ এবং শ্রেয়াস আইয়ারের ১০ বলে ৮ রানের ইনিংসে আড়াইশ পার করে কলকাতা।

ছয় উইকেটে ২৬১ রান করে থামে দলটি। পাঞ্জাব কিংসের হয়ে ৪৫ রান খরচায় দুই উইকেট নেন আর্শদিপ সিং। একটি করে উইকেট নেন কারান, হার্শাল প্যাটেল এবং রাহুল।