পাকিস্তান- নিউজিল্যান্ড সিরিজ

পরীক্ষা-নিরীক্ষাকে অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছে পাকিস্তান, দাবি রমিজের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:02 শুক্রবার, 26 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের সেরা কম্বিনেশনের খোঁজে আছে পাকিস্তান দল। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে একাদশে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে দলটি। তাতেই সিরিজ হাতছাড়া করার পথে পাকিস্তান। দেশটির বেশ কয়েকজন সাবেক ক্রিকেট চটেছেন পাকিস্তানের এই ব্যর্থতায়।

দেশটির সাবেক বোর্ড সভাপতি ও ক্রিকেটার রমিজ রাজা 'পরীক্ষা-নিরীক্ষা'র বিষয়টি অজুহাত হিসেবে দেখছেন। এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। সিরিজের প্রথম দুই ম্যাচে আমিরকে একাদশে দেখা গেলেও তৃতীয় ম্যাচের একাদশে ছিলেন না এই পেসার।

এরপর চতুর্থ ম্যাচে জায়গা পেয়েছেন ইমাদ। মূলত সকল ক্রিকেটারকে ঝালিয়ে নিতেই এমন সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের। তাতেই সিরিজে পিছিয়ে পরেছে দলটি। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও, দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের বড় জয় পায় বাবর আজমের দল। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়েই সিরিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচে খর্ব শক্তির দলটির কাছেই হারতে হয়েছে পাকিস্তানকে। রমিজের মতে পরীক্ষা শুধু নামেই করা হচ্ছে, আদৌতে তিনি এখানে কোনো পরীক্ষা দেখছেন না।

নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের পরীক্ষা-নিরীক্ষা নিয়ে রমিজ বলেন, 'এখানে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে, যেটা 'তথাকথিত পরীক্ষা'। একই খেলোয়াড়রা এখানে (একাদশে) খেলছে। শুধুমাত্র (একাদশে) তাদের অবস্থানের পরিবর্তন হচ্ছে। কাউকে বেঞ্চে রাখা হয়েছে, আবার কয়েকজনকে খেলার সুযোগ দেওয়া হয়েছে।'

মাস খানেক পরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর বড় টুর্নামেন্টের আগে জয়ের জন্য দলের আত্মবিশ্বাস থাকাটা জরুরী। তাই রমিজ মনে করেন বেঞ্চের শক্তি পরীক্ষার অজুহাত বাদ দিয়ে, ম্যাচ জয়ের প্রতি নজর দেয়া উচিত। কারণ তিনি মনে করেন পরীক্ষা-নিরীক্ষা কথা বলে দলটি নিজেদের বাজে পারফরম্যান্স ঢাকার চেষ্টা করছে।

রমিজের ভাষ্যমতে, 'এটা খুবই গুরুত্বপূর্ণ যে বেঞ্চ শক্তির পরীক্ষা করছে এমন অজুহাত না দিয়ে, পাকিস্তান দলকে এখনই জয়ের দিকে মনোনিবেশ করা। তারা কয়েকজন খেলোয়াড়ের দক্ষতা মূল্যায়ন করার চেষ্টা করছে, আর সেটা দিয়ে নিজেদের নিম্নমানের পারফরম্যান্সকে ঢাকার চেষ্টা করছে। যাতে তারা ম্যাচ হারের পর বলতে পারে , আপনারা আমাদের সঙ্গেই থাকুন।'