Connect with us

ঢাকা প্রিমিয়ার লীগ

'ব্যাটসম্যান' তাইজুলে মান বাঁচলো মোহামেডানের


প্রকাশ

:


আপডেট

:

ছবি :

ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ ঢাকা প্রিমিয়ার লীগের ম্যাচে মুখোমুখি হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। সকাল ৯টায় শুরু হওয়া এই ম্যাচে প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মোহামেডান অধিনায়ক শামসুর রহমান।

এরপর ব্যাটিংয়ে নেমে খেলাঘর বোলারদের দারুণ বোলিংয়ে ২৬ বল আগেই মাত্র ১৮১ রানে অলআউট হয়ে গেছে মোহামেডান। দলের পক্ষে ওপেনার জনি তালুকদার ছাড়া আর কেউই ফিফটির দেখা পাননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেছেন স্পিনার তাইজুল ইসলাম। 

তিনি ৩৮ বলের লড়াকু এই ইনিংসটি না খেললে হয়তো আরো আগেই অলআউট হয়ে যেতো মোহামেডান। কেননা ১৩৭ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর ব্যাটিংয়ে নেমে দলকে ২০০ এর পথে নিয়ে যাচ্ছিলেন তাইজুল। যদিও শেষ পর্যন্ত সেই লক্ষ্যে পৌঁছুতে পারেননি তিনি। তবে কাছাকাছি যেতে পেরেছেন।  তাইজুলের আগে মোহামেডানের পক্ষে এনামুল হক ৩২, অধিনায়ক শামসুর রহমান এবং ভারতীয় রিক্রুট গুরিন্দার সিং ২০ রান করেছিলেন। 


কলাবাগানের পক্ষে সবথেকে সফল বোলার ছিলেন ২১ বছর বয়সী স্পিনার তানভির ইসলাম। ১০ ওভারে মাত্র ৩০ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন তিনি।  ৮ ওভারে ১৪ রানে ২ উইকেট নিয়ে তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন আরেক স্পিনার মইনুল ইসলাম। আর হাসান মাহমুদ, আনজুম আহমেদ, মাসুম খান এবং রাফসান আল মাহমুদ প্রত্যেকে ১টি করে উইকেট নেন। 


মোহামেডান স্পোর্টিং ক্লাব-

জনি তালুকদার, এনামুল হক, রনি তালুকদার, শামসুর রহমান (অধিনায়ক), রকিবুল হাসান, ইরফান শুক্কুর, গুরিন্দার সিং, সাইদ সরকার, তাইজুল ইসলাম, কাজি অনিক, মোহাম্মদ আজিম। 

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি-

রবিউল ইসলাম রবি, মাহিদুল ইসলাম অঙ্কন, অমিত মজুমদার, রাফসান আল মাহমুদ, আল মেনেরিয়া, মইনুল ইসলাম, মাসুম খান, নাজিমউদ্দিন (অধিনায়ক), আনজুম আহমেদ, তানভির ইসলাম, হাসান মাহমুদ। 

সর্বশেষ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

ভারতকে পাকিস্তান মনে হচ্ছে শাদাবের

১ অক্টোবর, রবিবার, ২০২৩

আহমেদাবাদ থেকে ইডেন গার্ডেন্স, যে ১০ মাঠে হবে বিশ্বকাপ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

বিশ্বকাপে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছেন সৈকত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

গড় আড়াই বছরে বদলে গেছেন কোহলি

১ অক্টোবর, রবিবার, ২০২৩

৫০-৬০-৭০ রানকে মানসম্পন্ন মনে করেন না শান্ত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

উইলিয়ামসনের পর প্রথম ম্যাচে খেলা হচ্ছে না সাউদির

১ অক্টোবর, রবিবার, ২০২৩

‘তোমার কাছ থেকে শিখতে চাই’, রোহিতকে বলেছিলেন ল্যাবুশেন

১ অক্টোবর, রবিবার, ২০২৩

বিশ্বকাপ চলাকালে অবসর নিয়ে ভাবতে নারাজ বাটলার

১ অক্টোবর, রবিবার, ২০২৩

এভাবে বোলিং করলে পাকিস্তানকে ৪০০ করতে বলছেন রমিজ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

গা গরমের ম্যাচে স্টার্কের হ্যাটট্রিক

আর্কাইভ

বিজ্ঞাপন