Connect with us

নিদাহাস ট্রফি

আরেকটি 'প্রথমে' মুশফিকুর রহিম


প্রকাশ

:


আপডেট

:

ছবি :

ব্যাট হাতে নিজের ফর্মের ধারাবাহকিতা ভারতের বিপক্ষেও ধরে রাখতে সক্ষম হয়েছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। নিদাহাস ট্রফিতে নিজেদের গত ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ৭২ রানের দুর্দান্ত একটি ইনিংস উপহার দেয়া মুশফিক আজও অপরাজিত থেকেছেন ৭২ রানে।

তবে গত ম্যাচের মতো এবার দলকে জিতিয়ে আসতে পারেননি তিনি। মুশফিকের ৫৫ বলে ৭২ রানের লড়াকু ইনিংসটি সত্ত্বেও টাইগাররা ভারতের কাছে হেরেছে ১৭ রানের ব্যবধানে। কিন্তু এরপরেও ঠিকই একটি রেকর্ডে নাম লিখিয়েছেন টাইগারদের এই প্রাণভোমরা। 

সাকিব আল হাসান এবং তামিম ইকবালের পর তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টানা দুইটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিক।  শুধু তাই নয়, ভারতের বিপক্ষে ফিফটি করা একমাত্র বাংলাদেশীও এখন তিনি।


তবে এত প্রাপ্তির পরও হয়তো খুব বেশি খুশি হতে পারছেন না মুশফিক। কেননা ভারতের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ার প্রাণপণ চেষ্টা করলেও সেটি সম্ভবপর হয়ে ওঠেনি তাঁর পক্ষে উপযুক্ত সঙ্গীর অভাবে। এদিন মুশফিক ছাড়া শুধু তামিম ইকবাল এবং সাব্বির রহমানই বিশ ঊর্ধ্ব রান করতে পেরেছেন। বাদবাকি ব্যাটসম্যানেরা সকলেই ছিলেন নিস্প্রভ। 


উল্লেখ্য বাংলাদেশের বিপক্ষে এই জয়ের ফলে নিদাহাস ট্রফির ফাইনালে খেলা নিশ্চিত হয়ে গিয়েছে ভারতের । তবে বাংলাদেশকে ফাইনালে যেতে হলে আগামী শুক্রবার স্বাগতিক শ্রীলঙ্কাকে পরাজিত করতে হবে। 

বাংলাদেশ একাদশ- 

তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু হায়দার রনি,মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু।  

ভারত একাদশ-

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিষ পান্ডে, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), বিজয় শঙ্কর, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, যুবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ। 

সর্বশেষ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

ভারতকে পাকিস্তান মনে হচ্ছে শাদাবের

১ অক্টোবর, রবিবার, ২০২৩

আহমেদাবাদ থেকে ইডেন গার্ডেন্স, যে ১০ মাঠে হবে বিশ্বকাপ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

বিশ্বকাপে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছেন সৈকত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

গড় আড়াই বছরে বদলে গেছেন কোহলি

১ অক্টোবর, রবিবার, ২০২৩

৫০-৬০-৭০ রানকে মানসম্পন্ন মনে করেন না শান্ত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

উইলিয়ামসনের পর প্রথম ম্যাচে খেলা হচ্ছে না সাউদির

১ অক্টোবর, রবিবার, ২০২৩

‘তোমার কাছ থেকে শিখতে চাই’, রোহিতকে বলেছিলেন ল্যাবুশেন

১ অক্টোবর, রবিবার, ২০২৩

বিশ্বকাপ চলাকালে অবসর নিয়ে ভাবতে নারাজ বাটলার

১ অক্টোবর, রবিবার, ২০২৩

এভাবে বোলিং করলে পাকিস্তানকে ৪০০ করতে বলছেন রমিজ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

গা গরমের ম্যাচে স্টার্কের হ্যাটট্রিক

আর্কাইভ

বিজ্ঞাপন