promotional_ad

১ সপ্তাহের জন্য আইপিএল স্থগিত

আইপিএল শিরোপা
আইপিএলের এবারের আসর স্থগিত ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। শুরুতে অনির্দিষ্টকালের জন্য বলা হলেও পরে নিজেদের বিবৃতিতে আইপিএলের আয়োজকরা জানায় ৭ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে এই ফ্র্যাঞ্চাইজি লিগটি। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয় আইপিএলের গভর্নিং কাউন্সিল।

promotional_ad

এক বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত আসা পর্যন্ত স্থগিত থাকবে আইপিএল। এর আগে, ধর্মশালায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস এর মধ্যে হওয়ার কথা থাকা ম্যাচটি প্রথম ইনিংসের মধ্যেই বাতিল করে দেয়া হয়। শুরুতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ম্যাচ বন্ধ থাকলেও পরে নিরাপত্তার কারণে ১০ মিনিটের মাথায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা দেয়া হয়।


আরো পড়ুন

ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি

৬ ঘন্টা আগে
আইপিএল

বিমানবন্দর বন্ধ থাকায় দুই দলের খেলোয়াড় ও সহকারী স্টাফরা শুক্রবার সকালে আইপিএল-এর ব্যবস্থাপনায় একটি বিশেষ ট্রেনে দিল্লিতে যাত্রা করেন। আইপিএলের এবারের আসরে এখনও পর্যন্ত ৫৮টি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে ধর্মশালার বাতিল হওয়া ম্যাচও রয়েছে।


promotional_ad

গ্রুপ পর্বে এখনও ১২টি ম্যাচ বাকি আছে, যেগুলো লক্ষ্ণৌ (২), হায়দরাবাদ, আহমেদাবাদ (৩), দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু (২), মুম্বাই, জয়পুরে হওয়ার কথা ছিল। এরপর প্লে-অফ হায়দরাবাদ ও কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যদিও বর্তমান পরিস্থিতিতে এই ম্যাচগুলো আবার কবে নাগাদ কোথায় হবে তা নিয়ে সিদ্ধান্ত হয়নি।


আরো পড়ুন

ইংল্যান্ডকে পেস আগুনে পুড়িয়ে এজবাস্টনে ভারতের ইতিহাস

৪ ঘন্টা আগে
দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছেন পেসার আকাশ দীপ

এদিকে হিন্দুস্তান টাইমসকে বিসিসিআইয়ের একটি সূত্র এর আগে জানায়, ‘আমরা অনির্দিষ্টকালের (এখন ১ সপ্তাহ) জন্য আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। খেলোয়াড়দের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এ কারণে আমরা টুর্নামেন্টটি এখন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। টুর্নামেন্টটি পরে শুরু করা যাবে কি না, আর করলে সেটা কখন, এ বিষয়ে আমরা পরে সিদ্ধান্ত নিবো। এ মুহূর্তে জাতীয় স্বার্থ আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’


দিল্লি ও পাঞ্জাবের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হওয়ার পর দুই দলের ক্রিকেটারদের মাঝেই ভীতি ছড়িয়ে পড়ে। বিশেষ করে বিদেশি ক্রিকেটারেরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড আগেই জানিয়েছে, আইপিএলে খেলা অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। তারা যেকোনো মুহূর্তে দেশে ফিরতে প্রস্তুত বলেও জানানো হয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball