বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

সাকিব যে দলেই খেলুক, তাদের ভাগ্যবান বলতে হবে: পোথাস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:01 শুক্রবার, 29 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

গত বিশ্বকাপের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতিতে সাকিব আল হাসান। চোট ও পরে বিশ্রামের কারণে নিউজিল্যান্ড সফর ও শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে খেলা হয়নি এই অলরাউন্ডারের। ফিটনেসের কারণে ছিলেন না সিরিজের প্রথম টেস্টেও। অবশ্য লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে আবারও মাঠে ফিরছেন তিনি।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বেশ কয়েকটি ম্যাচ খেলে নিজেকে টেস্ট খেলার জন্য উপযুক্ত করে তুলেছেন সাকিব। এর মধ্যে দিয়েই টেস্টে প্রায় এক বছরের অপেক্ষা শেষ হচ্ছে সাকিবের। তিনি সর্বশেষ টেস্ট খেলেছিলেন গত বছরের আগস্টে। সেই সময় বাংলাদেশ দলের নেতৃত্বেও ছিলেন তিনি।

এবার হাত বদলে তিন ফরম্যাটেরই নেতৃত্ব নাজমুল হোসেন শান্তর হাতে। তার অধীনে এবারই প্রথম খেলতে নামছেন সাকিব। সাকিবকে পেয়ে উজ্জীবিত বাংলাদেশ দলও। সাকিবের ফিটনেসের প্রশংসা করেছেন টাইগারদের সহকারী কোচ নিক পোথাস। বিপিএলের পর কঠোর পরিশ্রম করে নিজের মেদ ঝড়িয়ে ফেলেছেন সাকিব।

সংবাদ সম্মেলনে সাকিবের প্রশংসা করে পোথাস বলেন, ‘সাকিব যে দলেই খেলুক, তাদের ভাগ্যবান বলতে হবে। আমরা তাকে স্বাগত জানাই। ড্রেসিংরুমে তাকে পাওয়া সব সময়ই দারুণ ব্যাপার। তার শক্তিমত্তা খুব দ্রুত সবার মধ্যে ছড়িয়ে পড়ে। যখনই সে দলের সঙ্গে যোগ দেয়, সে দলকে অনেক কিছু দিয়ে থাকে।’

সর্বশেষ বিপিএলে ব্যাটে-বলে পারফর্ম করেছেন সাকিব। ডিপিএলেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। আর তাতেই খুশি পোথাস। তিনি বলেন, ‘তাকে দেখে দারুণ লাগছে। মনে হয়েছে সে ওজন কমিয়েছে। ওর বিপিএলটা ভালো গেছে। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো শুরু করেছে। সে খুশি, আর আমরাও সাকিবকে খুশি দেখতে চাই।’

সাকিব ফেরায় নিশ্চিতভাবেই চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসছে। সাকিব ফেরায় শান্তর জন্যও দারুণ সুবিধা হবে বলে মনে করেন এই কোচ। তার ভাষ্য, ‘আমরা আগামীকাল সকালে এই সিদ্ধান্ত নেব (একাদশ নিয়ে)। সাকিব এলে দলের মধ্যে একটা প্রশান্তি চলে আসে। শান্তও (নাজমুল হোসেন) একজনকে পাবে, যার কাছ থেকে সে পরামর্শ নিতে পারে। সে খুবই অভিজ্ঞ একজন খেলোয়াড়, বিশ্বমানের খেলোয়াড়।’