আইপিএল

পান্ত অনেক আবেগী, মন যা বলবে তাই করবে: কাইফ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:07 শুক্রবার, 29 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ভয়াবহ সড়ক দুর্ঘটনার চোট কাটিয়ে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার দিয়ে মাঠে ফিরেছেন ঋষভ পান্ত। ২০২২ সালের ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় বাজেভাবে আহত হন পান্ত। পুরো শরীরেই নানান ইনজুরি বাঁধে তার। এক সময় ডাক্তাররা তাকে পা কেটে ফেলতেও বলেছিলেন।

যদিও পান্ত হাল ছাড়েননি। আত্মবিশ্বাস আর শারীরিক শক্তি দিয়ে আবারও ক্রিকেটের ২২ গজে ফিরেছেন তিনি। এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্বও দিচ্ছেন। এই সড়ক দূর্ঘটনা পান্তের জীবন থেকে প্রায় এক বছর কেড়ে নিয়েছে। মাঠে ফিরে দিল্লির হয়ে শুরুটাও ভালো হয়নি তার।

পান্তের অধিনায়কত্বে প্রথম দুই ম্যাচেই হেরেছে দিল্লি। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ চলাকালীন পান্তকে নিয়ে মজার একটি ঘটনা জানিয়েছেন দলটির সাবেক ব্যাটিং কোচ মোহাম্মদ কাইফ। তিনি জানান পান্তকে যখন প্রথম অধিনায়ক করা হয়েছিল তখন তিনি সতীর্থদের সামনে একটি চিরকুট নিয়ে গিয়েছিলেন।

তাতে লেখা ছিল তিনি কী বলবেন। নিজের হাতের লেখা সেই সময় পান্ত নিজেই পড়তে পারেননি। অবশ্য পড়ে সেই চিরকুট ফেলে দিয়ে নিজের ভাষাতেই সতীর্থদের দিক নির্দেশনা দেন। কাইফের মতে পান্ত অনেক আবেগী একজন ক্রিকেটার। তিনি নিজের মনের কথা শুনেই কাজ করেন।

এ প্রসঙ্গে কাইফ বলেন, 'আমার একটা অদ্ভুত ঘটনা মনে আছে। দিল্লিতে তখন আইয়ার (শ্রেয়াস) চোট পেয়েছে। পান্তকে অধিনায়কত্ব করতে বলা হয়েছিল। তখন একটা ম্যাচের আগে টিম মিটিং ছিল। সেই টিম মিটিংয়ে কী বলতে হবে, তা একটা চিরকুটে লিখে নিয়ে গিয়েছিল পান্ত। ও পরে সেই চিরকুট খুলে পড়া শুরু করে। তবে এমন হাতের লেখা লিখেছিল যে, ও নিজেই নিজের লেখা পড়তে পারছিল না।'

তিনি আরও যোগ করেন, 'বিরক্ত হয়ে গিয়ে সেই চিরকুটটা ফেলে দেয় পান্ত। বলে আমার এই সব কিছু লাগবে না। এরপর খালি গলাতে বলা শুরু করে মাঠে নেমে দলের হয়ে সবার সেরাটা দিতে হবে। ভয়ডরহীনভাবে ক্রিকেটটা খেলতে হবে। দলের ক্রিকেটারদের অনুপ্রেরণা দিতে ও অনেক কিছুই বলেছিল সেই সময়ে। আমার ওকে দেখে তারপর এটাই মনে হয়েছিল যে, ও খুব আবেগি একটা মানুষ। ওর ইমোশন ওকে যা বলবে, ও সেটাই করবে।'

এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে হেরেছে দিল্লি। রাজস্থানের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে ১২ রানে হেরেছে দলটি। প্রথম দুই ম্যাচেই ভাগ্যের সহায়তা পায়নি পান্তের দল। অবশ্য পরবর্তী ম্যাচগুলো ঘুরে দাঁড়াতে দারুণ আত্মবিশ্বাসী পান্ত-ডেভিড ওয়ার্নাররা।