আইসিসি র‍্যাঙ্কিং

র‍্যাঙ্কিংয়েও আলোড়ন তুললেন দুই ম্যাচসেরা পোপ-শামার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:17 বুধবার, 31 জানুয়ারি, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

সাম্প্রতিক সময়ে ইংলিশ ব্যাটার ওলি পোপের অসাধারণ সেঞ্চুরির সামনে হেরেছে ভারত। একইসময়ে ক্যারিবিয়ান পেসার শামার জোসেফের দুর্দান্ত বোলিংয়ে হেরেছে অস্ট্রেলিয়া। এই দুজনই দারুণ পারফরম্যান্সের পুরষ্কার পেয়েছেন। আইসিসির র‍্যাঙ্কিংয়ে অনেকখানি এগিয়ে গেছেন তারা।

হায়দরাবাদে প্রথম ইনিংসে ১৯০ রানে পিছিয়ে থেকেও ২৮ রানে জেতা ম্যাচ জিতে ইংল্যান্ড। কেননা দ্বিতীয় ইনিংসে ১৯৬ রানের অনবদ্য এক ইনিংস খেলেন পোপ। এমন ইনিংসের পর আইসিসি টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠে এসেছেন তিনি।

টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। শীর্ষ ১০-এ বড় কোনো পরিবর্তনও আসেনি। গ্যাবায় প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটার উসমান খাওয়াজা দুই ধাপ এগিয়ে আট নম্বরে উন্নীত হয়েছেন।

এদিকে পোপের সতীর্থ বেন ডাকেট পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২২ নম্বরে। তাদের উন্নতিতে অবশ্য পিছিয়ে গেছেন শীর্ষ ২০-এর মধ্যে থাকা বাংলাদেশের লিটন দাস। দুই ধাপ পিছিয়ে ১৯ নম্বরে নেমে গেছেন তিনি। একইভাবে দুই ধাপ পিছিয়ে ২৬ নম্বরে নেমে গেছেন মুশফিকুর রহিমও।

এদিকে গ্যাবায় অসাধারণ বোলিং করেছেন শামার। দ্বিতীয় ইনিংসে সাতটি ও পুরো টেস্ট মিলিয়ে আটটি উইকেট নেন তিনি। এমন বোলিংয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিনি এগিয়ে যান ৪২ ধাপ। মাত্র দুই টেস্ট খেলা এই বোলার এখন ৫০ নম্বরে।

একই টেস্টের পর জোসেফের সতীর্থ কেমার রোচ দুই ধাপ এগিয়ে ১৭ ও আলজারি জোসেফ চার ধাপ এগিয়ে ৩৩ নম্বরে উন্নীত হন। বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আগে থেকেই ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের এই স্পিনার হায়দরাবাদেও ৬ উইকেট নেন। সেই টেস্টে ৬ উইকেট নিয়ে ভারতের পেসার জসপ্রিত বুমরাহ এক ধাপ এগিয়ে চার নম্বরে উন্নীত হন।

হায়দরাবাদে বল হাতে কারিশমা দেখান জো রুট। ৫ উইকেট নিয়ে রীতিমতো চমক দেখিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। এমন পারফরম্যান্সের পর অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠে আসেন তিনি। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে ভারতের রবীন্দ্র জাদেজা। দুই নম্বরে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।