বাংলাদেশ ক্রিকেট

এইচপি'র দায়িত্ব নিতে চাওয়ার সংক্ষিপ্ত তালিকায় আয়ারল্যান্ডের হেড কোচ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:05 বৃহস্পতিবার, 09 মে, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ডেভিড হেম্প বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হওয়ার পর থেকেই খালি পড়ে আছে হাই পারফরম্যান্স ইউনিটের হেড কোচের পদটি। আর তাই হাই পারফরম্যান্স ইউনিটের হেড কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই পদের জন্য আপাতত চারজনকে মনে ধরেছে বিসিবির।

এরা হলেন আয়ারল্যান্ডের হেড কোচ হেনরিখ মালান, অস্ট্রেলিয়ার গাভান টুইনিং ও নাথান হাওরিটজ এবং সাউথ আফ্রিকার পল অ্যাডামস। আগামী সপ্তাহে এই চারজনের ইন্টার্ভিউ নেবে বিসিবি।

২০২৩ সালের মে মাস থেকে এইচপি'র হেড কোচ হিসেবে কাজ করছিলেন হেম্প। তবে গত ২৭ ফেব্রুয়ারি তাকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। এরপর থেকেই খালি পড়ে আছে এইচপি'র শীর্ষ পদটি।

মে মাসের মাঝখান থেকেই শুরু হওয়ার কথা এইচপি ক্যাম্পের। যে কারণে হেড কোচ খুঁজে বের করতে কিছুটা তাড়াহুড়োই করছে বিসিবি।

এই ব্যাপারে এইচপি ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় ক্রিকবাজকে বলেন, 'এইচপির হেড কোচ নিয়োগ দেয়ার জন্য আগামী সপ্তাহেই আমরা সংক্ষিপ্ত তালিকায় থাকা কোচদের ইন্টার্ভিউ নেব।'

এদিকে আয়ারল্যান্ডের হেড কোচ মালানকে যদি বিসিবি এইচপির হেড কোচ হিসেবে নিয়োগ দেয় তাহলে সহসাই দলের সঙ্গে যোগ দিতে পারবেন না তিনি। কেননা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে পুরো জুন মাসই দলের সঙ্গে থাকতে হবে তাকে।