আইপিএল

এমন কিছু নেই যা স্যামসন করতে পারে না: সাঙ্গাকারা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:41 বৃহস্পতিবার, 09 মে, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

রাজস্থান রয়্যালসের হেড অব ক্রিকেট হওয়ার কারণে সাঞ্জু স্যামসনকে বেশ কাছে থেকে দেখেছেন কুমার সাঙ্গাকারা। নিজ দলের অধিনায়কের ওপর অগাধ আস্থা এই শ্রীলঙ্কানের। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও স্যামসন নিজেকে মেলে ধরবেন বলে প্রত্যাশা তার।

চলতি আইপিএলে আসাধারণ ফর্মে আছেন স্যামসন। এখন পর্যন্ত ১১ ইনিংসে পাঁচটি হাফ সেঞ্চুরিতে আসরের তৃতীয় সর্বোচ্চ ৪৭১ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৬৩.৫৪ এবং গড় ৬৭.২৯। প্রথমবার ভারতের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি।

যদিও বিশ্বকাপ একাদশে তার জায়গা অনিশ্চিত। এবারের আইপিএলে দুর্দান্ত খেলছেন ঋষভ পান্তও। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ইনজুরিতে পড়ে লম্বা সময় মাঠের বাইরে থাকা পান্ত ফিরেছেন এই আইপিএল দিয়েই। তিন হাফ সেঞ্চুরিতে এখন পর্যন্ত ৪১৩ রান করেছেন এই উইকেটরক্ষক। মূলত তাকেই প্রথম পছন্দের উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দেখছে ভারত।

এদিকে আইপিএলে ছন্দে থাকা স্যামসনকে নিয়ে আশায় বুক বাঁধছেন সাঙ্গাকারা, 'তারা কীভাবে দলের কম্বিনেশন দেখেন, এটা আসলে রাহুল দ্রাবিড় ও রোহিত শার্মার ওপর নির্ভর করে। তবে সে (স্যামসন) তার দাবি জানিয়ে রেখেছে। আশা করি, বিশ্বকাপে দুর্দান্ত সময় কাটবে তার।'

'সে বিশেষ একজন ক্রিকেটার। যখন সে সতেজ ও মনোযোগী থাকে, এমন কিছু নেই যে সে করতে পারে না। নম্র ও মাটিতে পা রাখা মানুষ সে…সামাজিক যোগাযোগ মাধ্যমেও খুব একটা দেখা যায় না। সে গোপনীয়তা পছন্দ করে, দলের বাকিদের যত্ন নেয়। প্রতিভা ও দক্ষতার পাশাপাশি এগুলোও দারুণ গুণাবলী। আমি মনে করি, বিশ্বকাপে ভারত দলের অসাধারণ একজন হবে সে।'

ভারতের বিশ্বকাপ পুনরুদ্ধারের মিশন শুরু হবে আগামী ৫ জুন। সেই ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়বে রোহিত শর্মার দল। ২০১৩ সালের পর থেকে আইসিসির কোনও শিরোপা জিতেনি ভারত। গত বছর ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেললেও অস্ট্রেলিয়ার কাছে শিরোপা হারায় দলটি।