ক্রিকেট পাকিস্তান

মারামারি করে নিষিদ্ধ পাকিস্তানের ৩ ক্রিকেটার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:56 শনিবার, 27 জানুয়ারি, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ন্যাশনাল নারী টি-টোয়েন্টি কাপ চলার সময় টিম হোটেলে ক্রিকেটার আয়েশা বিলালকে পিটিয়েছেন সাদাফ শামস ও ইউসরা। এমন ঘটনায় জড়িত থাকা তিন ক্রিকেটারকেই সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

ঘটনাটি ঘটে লাহোরের টিম হোটেলে। এবারের ন্যাশনাল নারী টি-টোয়েন্টি কাপে লাহোরের হয়ে খেলবেন তারা তিনজন। জানা গেছে, ম্যাচের জন্য টিম হোটেল থেকে বের হওয়ার প্রস্তুতি নেয়ার সময় ঘটনাটি ঘটে। যেখানে শামস ও ইউসরা মিলে সতীর্থ আয়েশাকে মারধর করেন।

তারা দুজনে মিলে তাকে এমনভাবে আঘাত করেন যে আয়েশার নাক দিয়ে রক্ত বের হতে থাকে। এমন ঘটনার পরও শুরুতে কাউকে কিছু জানাননি আয়েশা। যদিও দুদিন বাদে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেন পাকিস্তানের এই নারী ক্রিকেটার। এমন তথ্য জানার পর তাদের তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

যদিও তাতে অনেকে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। যার ফলে ঘটনার তদন্তে রাওয়ালপিন্ডিতে গেছেন পিসিবির নারী ক্রিকেটের চেয়ারপারসন তানিয়া মালিক। আপাতত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদেরকে ক্রিকেটের বাইরে থাকতে বলা হয়েছে। অনেকের মতে, তারা ক্রিকেটের স্পিরিট এবং ডিসিপ্লিন ভঙ করেছে।

সেই সঙ্গে একজন সতীর্থের প্রতি যে ধরনের সম্মান থাকা উচিত সেটি তাদের মাঝে নেই বলে মনে করেন ক্রিকেট সমর্থক থেকে বিশ্লেষকরা। এদিকে কদিন আগেই পাকিস্তান জাতীয় দলের হয়ে বাংলাদেশ সফরে খেলেছেন গেছেন শামস। বর্তমানে দেশের ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন তিনি।