promotional_ad

নিলাম শেষে ৫ দলের চূড়ান্ত স্কোয়াড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরের নিলামের জন্য নাম দিয়েছিলেন বাংলাদেশের মারুফা আক্তার ও রাবেয়া খান। দুজনের ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি। তবে নারী আইপিএলের এবারের দল পাওয়া হয়নি তাদের দুজনের কারও। ১৬৫ জনের তালিকায় নাম থাকলেও নিলামে তোলা হয়নি তাদের নাম। এর আগে প্রথম আসরের মেগা নিলামে ৯ ক্রিকেটার নাম দিলেও বাংলাদেশের কেউ দল পাননি।


এবারের আসরে দল পাওয়া হয়নি চামারি আতাপাত্তু, দেওয়ান্দ্রা ডটিনের মতো ক্রিকেটারদের। তবে নিলামে বাজিমাত করেছেন ভারতের কাশভি গৌতম। ২ কোটি রুপিতে তাকে কিনে নিয়েছে গুজরাট জায়ান্টস। ভারতের হয়ে অভিষেক না হওয়া আরেক ক্রিকেটার বৃন্দা দীনেশকে ১ কোটি ৩০ লাখ রুপিতে কিনে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স। বিদেশিদের মাঝে সর্বোচ্চ ২ কোটি রুপিতে দল পেয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড।


নিলাম শেষে ৫ দলের চূড়ান্ত স্কোয়াড-


দিল্লি ক্যাপিটালস


নিলাম থেকে- অ্যানাবেল সাদারল্যান্ড, অপর্ণা মণ্ডল, আশওয়ানি কুমারি।


স্কোয়াড- অ্যালিস ক্যাপসি, অরুন্ধতী রেড্ডি, জেমাইমা রদ্রিগেজ, জেস জো???াসেন, লরা হ্যারিস, মারিজান ক্যাপ, মেগ ল্যানিং, মিন্নু মানি, পুনম যাদব, রাধা যাদব, শেফালি ভার্মা, শিখা পান্ডে, স্নেহা দীপ্তি, তানিয়া ভাটিয়া, তিতাস সান্ধু, অ্যানাবেল সাদারল্যান্ড, অপর্ণা মণ্ডল, আশওয়ানি কুমারি।


promotional_ad

গুজরাট জায়ান্টস


নিলাম থেকে- ফোবি লিচফিল্ড, মেঘনা সিং, তৃশা পোজিথা, কাশভি গৌতম, প্রিয়া মিশ্রা, লরেন শিটলি, ক্যাথরিন ব্রেইস, মান্নাত কাশপ, ভেদা কৃষ্ণামূর্তি, তারানাম পাঠান।


স্কোয়াড- অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, ডাওলিন হেমালতা, হারলিন দেওল, লরা উলভার্ট, শবনম সাকিল, স্নেহ রানা, তানুজা কানওয়া, ফোবি লিচফিল্ড, মেঘনা সিং, তৃশা পোজিথা, কাশভি গৌতম, প্রিয়া মিশ্রা, লরেন শিটলি, ক্যাথরিন ব্রেইস, মান্নাত কাশপ, ভেদা কৃষ্ণামূর্তি, তারানাম পাঠান।


মুম্বাই ইন্ডিয়ান্স-


নিলাম থেকে- শবনম ইসমাইল, এ সাজানা, আমানদীপ কৌর, ফাতিমা জাফর, কিরথানা বালাকৃষ্ণানান।


স্কোয়াড- আমানজোত কৌর, অ্যামেলিয়া কের, ক্লো ট্রায়ন, হারমানপ্রীত কৌর, হেইলি ম্যাথিউস, হুমায়রা কাজী, ইসি ইয়ং, জিন্তিমানি কালিটা, ন্যাট সিভার ব্র্যান্ট, পূজা ভাস্তকর, প্রিয়াঙ্কা বালা, সাইকা ইশাক, স্বস্তিকা ভাটিয়া, শবনম ইসমাইল, এ সাজানা, আমানদীপ কৌর, ফাতিমা জাফর, কিরথানা বালাকৃষ্ণানান।


রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-


নিলাম থেকে- জর্জিয়া ওরহাম, ক্যাট ক্রস, একতা বিশত, শুভা সাতিশ, এস মেঘনা, সিমরান বাহাদুর, সোফিয়া মোলিনেক্স।


স্কোয়াড- আশা সোবানা, দিশা কাসাত, এলিস পেরি, হেইদার নাইট, ইদ্রানি রয়, কনিকা আহুজা, রেনুকা সিং, রিচা ঘোষ, শ্রেয়াঙ্কা পাতিল, স্মৃতি মান্দানা, সোফি ডিভাইন, জর্জিয়া ওরহাম, ক্যাট ক্রস, একতা বিশত, শুভা সাতিশ, এস মেঘনা, সিমরান বাহাদুর, সোফিয়া মোলিনেক্স।


ইউপি ওয়ারিয়র্স


নিলাম থেকে- ড্যানি ওয়াট, বৃন্দা দীনেশ, পুনম খেমার, সায়মা ঠাকুর, গোওহের সুলতানা।


স্কোয়াড- অ্যালিস হিলি, অঞ্জলি সারভানি, দ্বীপ্তি শর্মা, গ্রেস হ্যারিস, কিরান নাভগিরে, লরেন বেল, লাক্সমী যাদব, পারভাসি চোপড়া, রাজশ্রী গায়াকোয়াড়, এস ইয়াশ্রী, সোয়েতা সেহরাত, সোফি একলেস্টন, তাহলিয়া ম্যাকগ্রা, ড্যানি ওয়াট, বৃন্দা দীনেশ, পুনম খেমার, সায়মা ঠাকুর, গোওহের সুলতানা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball