চোখ হারাতে বসেছিলেন ভিলিয়ার্স, শঙ্কা নিয়ে খেলেছেন শেষ দুই মৌসুম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৮ সালের মে মাসে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। তার আকস্মিক অবসরে অবাক হয়েছিলেন সবাই। যদিও ২০২১ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে দেখা গেছে তাকে। সে সময় অবশ্য নিজের অবসরের কারণ খোলাসা করেননি এই প্রোটিয়া তারকা।
প্রায় ৫ বছর পর নিজের অবসরের কারণ খোলাসা করেছেন ভিলিয়ার্স। ৩৬০ পডকাস্টে তিনি জানিয়েছেন, তার ছোট ছেলে দূর্ঘটনাবসত তার চোখে আঘাত করেছিল। ফলে তার রেটিনা ছিড়ে গিয়েছিল। এ কারণে তার দৃষ্টিও ক্ষতিগ্রস্থ হয়েছিল। ফলে দ্রুত অবসরের সিদ্ধান্ত নেন তিনি।

অস্ত্রোপচারের পরও তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। যদিও সব শঙ্কা কাটিয়ে ঠিকই আইপিএলে খেলে গেছেন তিনি। ভিলিয়ার্স জানিয়েছেন ক্যারিয়ারের শেষ দুই বছর বাঁ চোখের ভরসাতেই খেলে গেছেন তিনি। এ কারণে নিজেকে ভাগ্যবানও মনে করছেন ভিলিয়ার্স।
এই ঘটনা খোলাসা করে তিনি বলেন, 'আমার ছোট ছেলে দূর্ঘটনাক্রমে আমার চোখে গোঁড়ালি দিয়ে আগাহত করেছিল। এরপর আমি আমার দৃষ্টি হারাতে চলেছিলাম আমার ডান চোখের। আমি যখন অস্ত্রোপচার করালাম ডাক্তার জিজ্ঞেস করল আমি কীভাবে ক্রিকেট খেলব। সৌভাগ্যবশত আমার ক্যারিয়ারের শেষ দুই বছর আমার বাঁ চোখ খুব ভালো কাজ করেছে।'
২০২১ আইপিএলে ১৪ ম্যাচে ৩১৩ রান করেছিলেন ভিলিয়ার্স। হাফ সেঞ্চুরি পেয়েছিল মাত্র দুটি। তবুও তার ওপর ভরসা রেখেছিল বেঙ্গালুরু। সে সময় চোখে বলের আঘাত না লাগায় নিজেকে সৌভাগ্যবান বলছেন ভিলিয়ার্স। এমনকি নিজের ফর্ম নিয়েও খোলাসা করেছেন তিনি।
ভিলিয়ার্সের ভাষ্য, 'আমি কিছুটা ধারাবাহিকতা হারিয়ে ফেলেছিলাম আমার ক্যারিয়ারের (২০২১ আইপিএলে)। আমার কিছু ভালো মুহূর্ত আছে শেষ দুটি মৌসুমে কিন্তু আমি ব্যর্থ হচ্ছিলাম এবং আমার ফর্ম পড়তির দিকে ছিল। সৌভাগ্যবশত আমার কোনো বলের আঘাত (চোখে) লাগেনি। কারণ ডাক্তার বলেছিল আমি দৃষ্টি হারানোর খুব কাছে চলে গিয়েছিলাম আমি।'