‘আনপ্রেডিক্টেবল’ বলেই পাকিস্তানকে ভয় হ্যাডিনের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পরিবর্তনের হাওয়া বইছে পাকিস্তানের ক্রিকেটে। শেষ হয়েছে বাবর আজম যুগ। পাকিস্তানের টেস্টের নেতৃত্ব এখন শান মাসুদের হাতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়েই নতুন দায়িত্ব শুরু করবেন পাকিস্তানের এই ব্যাটার। তার সঙ্গে আছেন এক ঝাঁক নতুন কোচিং স্টাফ।
অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ব্র্যাড হ্যাডিন মনে করেন বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেট। কদিন আগেই সালমান বাটকে নির্বাচক হিসেবে নিয়োগ দেয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তাকে সরিয়ে দেয়া হয়েছে। সমালোচনা আছে ডিরেক্টর অব ক্রিকেট মোহাম্মদ হাফিজের প্রধান কোচের দায়িত্ব নেয়া নিয়েও।

হ্যাডিন মনে করেন পাকিস্তান দলের এসব সহ্য করার ক্ষমতা নেই। যদিও মাঠের ক্রিকেটে তাদের শক্ত প্রতিপক্ষ হিসেবেই মানছেন সাবেক এই অজি ব্যাটার। তার বিশ্বাস পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজটি বেশ জমজমাট হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'এখানে মাঠের বাইরে অনেক বিশৃঙ্খলা রয়েছে। তারা একজনকে নির্বাচকের দায়িত্ব দিয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে তাকে সরিয়ে নিয়েছে। তাদের কোচিং স্টাফও নতুন। আপনি যদি এখানে বসে থাকেন এবং আপনি মনে করবেন পাকিস্তান দলের এসব অশান্তি সহ্য করার ক্ষমতা নেই। কিন্তু মাঝে মাঝে তারা নিজেদের সেরাটা খেলে। কারণ তারা খুবই আনপ্রেডিক্টেবল দল। তখন তাদের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি নেয়া খুবই কঠিন।'
পাকিস্তান দল বরাবরই 'আনপ্রেডিক্টেবল' দল হিসেবে পরিচিত। তাই তাদের খাটো করে দেখার সুযোগ দেখছেন না হ্যাডিন। তার বিশ্বাস অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করতে হলে তাদের অভিজ্ঞ ক্রিকেটারদের জ্বলে উঠতে হবে।
হ্যাডিন বলেন, 'অস্ট্রেলিয়ার মতো বড় সফরে তাদের সেরা খেলোয়াড়দের (পারফরম্যান্সের) প্রয়োজন হবে, কিন্তু তারা যেকোনো সময়ই শক্তিশালী দল। আমরা এই পাকিস্তান দলকে চিনি। তারা অনেক সময়ই অপ্রত্যাশিত ক্রিকেট খেলে। তারা যেকোনো কিছু করতে পারে। তাই প্রথম টেস্টটি উত্তেজনাপূর্ণ হবে।'