promotional_ad

গম্ভীর সিনিয়র ক্রিকেটারদেরও সম্মান দেন না, অভিযোগ শ্রীশান্থের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


লিজেন্ডস লিগে গুজরাট জায়ান্টস ও ইন্ডিয়া ক্যাপিটালসের মধ্যকার ম্যাচে শান্তাকুমারন শ্রীশান্থের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে গৌতম গম্ভীরের। ম্যাচ চলাকালীন দেখা যায় গম্ভীরের দিকে তেড়ে গিয়েছিলেন শ্রীশান্থ। যদিও আম্পায়ারের হস্তক্ষেপে সেই ঘটনা বেশিদূর এগোয়নি।


ম্যাচ শেষে ইন্সটাগ্রাম লাইভে এসে এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন শ্রীশান্থ। তিনি জানিয়েছেন কোনো কারণ ছাড়াই তাকে আক্রমণ করেছিলেন গাম্ভীর। সাবেক এই ভারতীয় ব্যাটারের সমালোচনা করতে গিয়ে শ্রীশান্থ জানান গম্ভীর কোনো সিনিয়র ক্রিকেটারকেও সম্মান দেন না।


promotional_ad

তিনি বলেন, ‘মিস্টার ফাইটারের সঙ্গে যা ঘটেছে তা আমি স্পষ্ট করতে চাই। সে সবসময় তার সমস্ত সতীর্থদের সঙ্গে লড়াই করে কোনো কারণ ছাড়াই। এমনকি বীরু ভাই (বীরেন্দর শেবাগ) সহ তার সিনিয়র খেলোয়াড়দেরও সে সম্মান করে না। আজ ঠিক একই ঘটনা ঘটেছে। কোনো প্ররোচনা ছাড়াই, তিনি আমাকে কিছু না কিছু বলতে থাকেন যা খুবই অভদ্র ছিল। যা মিস্টার গৌতম গম্ভীরের বলা উচিত ছিল না।’


এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিরাট কোহলির সঙ্গে তর্কে জড়াতে দেখা যায় গম্ভীরকে। লিজেন্ডস লিগে আবারও সেই আক্রমণাত্মক গম্ভীরকে দেখা গেল। গুজরাট ও ইন্ডিয়ান ক্যাপিটালসের ম্যাচে গম্ভীরের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর পর নিজেকে নির্দোষ দাবি করেছেন শ্রীশান্থ।


তার ভাষ্য, ‘এখানে আমার কোনো দোষ নেই। আমি অবিলম্বে পরিস্থিতি স্পষ্ট করতে চেয়েছিলাম। শীঘ্রই বা পরে আপনারা সকলেই জানতে পারবেন মিস্টার গৌতি কী বলেছিলেন। ক্রিকেট মাঠে তিনি যে শব্দগুলি ব্যবহার করেছেন এবং তিনি যা বলেছেন তা গ্রহণযোগ্য নয়।'


এই বিষয়ে দ্রুতই বিস্তারিত জানাবেন বলেও ঘোষণা দিয়েছেন সাবেক এই ভারতীয় পেসার। তিনি বলেন, 'আমার পরিবার, আমার রাজ্য, সকলেই অনেক কষ্ট পেয়েছে। আপনাদের সকলের সমর্থনে আমি সেই যুদ্ধ করছি। এখন মানুষ কোনো কারণ ছাড়াই আমাকে হেয় করতে চায়। তিনি এমন কথা বলেছেন যা তার বলা উচিত হয়নি। তিনি যা বলেছেন আমি অবশ্যই আপনাদের বলব।’


কোহলির সঙ্গে গাম্ভীরের পুরোনো দ্বন্দ্ব উসকে দিয়ে শ্রীশান্থ আরও বলেন, ‘আপনি যদি আপনার সহকর্মীদের সম্মান না করেন তবে জনগণের প্রতিনিধিত্ব করে কী লাভ? এমনকি লাইভে যখন বিরাটকে নিয়ে তার কাছে জিজ্ঞাসা করা হয়, তিনি কখনই তার সম্পর্কে কথা বলেন না। আমি আর বিস্তারিত যেতে চাই না। শুধু বলতে চাই যে আমি খুব কষ্ট পেয়েছি এবং আমার পরিবার আহত হয়েছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball