promotional_ad

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রধান কোচের দায়িত্বে ওয়াটসন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর পর থেকেই কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রধান কোচের দায়িত্বে ছিলেন মইন খান। অবশেষে তিনি এই দায়িত্ব ছাড়লেন। দলটির নতুন প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন শেন ওয়াটসন।


অবশ্য মইন এখনও কোয়েটার সঙ্গেই থাকছেন। তিনি দলটির টিম ডিরেক্টরের ভূমিকায় থাকবেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার ওয়াটসনকে প্রধান কোচ করার ঘোষণা দিয়েছে কোয়েটা।


promotional_ad

পিএসএলের অন্যতম সফল দল ধরা হয় কোয়েটাকে। তারা প্রথম চার আসরের তিনটিতেই ফাইনাল খেলেছে। ২০১৯ সালে তারা পিএসএলের শিরোপা জেতে। তখন দলটিতে খেলোয়াড়ের ভূমিকায় ছিলেন ওয়াটসন।


দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকাও রেখেছিলেন এই অজি অলরাউন্ডার। আসর জুড়ে ১৪৩.৮১ স্ট্রাইক রেটে ৪৩০ রান করে হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। জিতেছিলেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের পুরস্কারও।


যদিও দলটি এখন নিজেদের হারিয়ে খুঁজছে। শেষ চার আসরে প্লে অফেই জায়গা করে নিতে পারেনি তারা। এমন ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতেই ওয়াটসনকে দায়িত্ব দিয়েছে দলটি। কোচ হিসেবে বেশ অভিজ্ঞই বলা চলে তাকে।


২০২০ সালে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেয়ার পর ২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচের দায়িত্ব নেন তিনি। এরপর মেজর লিগের দল সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন ওয়াটসন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball