প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের মেয়েদের সামনে। তবে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
বুধবার কিম্বারলির ডায়মন্ড ওভালে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান দলে ফেরা প্রোটিয়া অধিনায়ক লরা ভলভার্ট। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশ হারায় ওপেনার শামীমা সুলতানার উইকেট।

বাঁহাতি স্পিনার ননকুলুলেকো এমলাবাকে কাট করতে গিয়ে কট বিহাইন্ড হন বাংলাদেশের এই ব্যাটার। ৫ বলে ৩ রান করে আউট হয়েছেন তিনি। দ্বিতীয় ওভারে বল করতে আসেন মাসাবাতা ক্লাস।
তিনি কেবল দুটি বল করতে পারেন। এরপর আর একটি বলও মাঠে গড়াতে পারেনি বৃষ্টির কারণে। বৃষ্টির আগে ২ বলে ২ রান করে অপরাজিত ছিলেন মুর্শিদা খাতুন। তার সঙ্গী সোবহানা মোস্তারি কোনো রান না করেই অপরাজিত ছিলেন ১ বল খেলে।
এক ঘণ্টা পর বৃষ্টি থামলেও বজ্রপাতের কারণে আম্পায়াররা ম্যাচ শুরু করতে পারেননি নির্ধারিত সময়ের মধ্যে। ফলে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি। একই মাঠে আগামীকাল বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা।