পিএসএল

পিএসএলের ড্রাফটে নাম লেখালেন সাকিব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:59 রবিবার, 26 নভেম্বর, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে আনুষ্ঠানিকভাবে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টটি নিজেদের এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টের মাধ্যমে এমনটা নিশ্চিত করেছে পিএসএল সংশ্লিষ্টরা।

জানা গেছে, আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত হবে পিএসএলের নবম আসর। খেলোয়াড়দের ড্রাফট আয়োজনের সম্ভাব্য তারিখ আগামী ১৪ ডিসেম্বর। সবচেয়ে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন সাকিব। যেখানে তার ভিত্তিমূল্য ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (প্রায় দেড় কোটি টাকা)।

ড্রাফটে ছয় ক্যাটাগরিতে মোট ৪৯৩ জন বিদেশি খেলোয়াড়কে রাখা হয়েছে। বাংলাদেশি খেলোয়াড় আছেন ২৮ জন। এদিকে পিএসএলের গত আসরটি অবশ্য সুখকর ছিল না সাকিবের জন্য। পেশোয়ার জালমির হয়ে খেলা সাকিব গত আসরে মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। সাকিবের স্ত্রী শারীরিকভাবে অসুস্থ হওয়ায় পাকিস্তান থেকেই যুক্তরাষ্ট্রে উড়াল দিতে হয় তাকে।

পিএসএলে এর আগে আরও দুটি আসরে খেলেন সাকিব। ২০১৭ সালে এই পেশোয়ারের হয়েই খেলেছিলেন তিনি। এর আগে খেলেছিলেন করাচি কিংসের হয়ে। সেই দুই আসরে অবশ্য নিয়মিতই খেলতে দেখা যেত সাকিবকে।

সবমিলিয়ে পিএসএলে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন সাকিব। ১০৭.১০ স্ট্রাইক রেট ও ১৬.৪৫ গড়ে করেছেন ১৮১ রান। পাশাপাশি উইকেট নিয়েছেন ৮টি। এই টুর্নামেন্টে একটি হাফ সেঞ্চুরিও হাঁকিয়েছেন সাকিব।

বর্তমানে অবশ্য ইনজুরির মধ্য দিয়েই সময় কাটাচ্ছেন সাকিব। আঙুলের ইনজুরির কারণে বিশ্বকাপে বাংলদেশের শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচের আগেই দেশে ফিরে আসতে হয় তাকে।

বর্তমানে অবশ্য জাতীয় নির্বাচন নিয়েও ব্যস্ত সময় পাঢ় করছেন সাকিব। ইতোমধ্যেই তিনটি আসনেই জন্য মনোনয়নপত্র কিনে সেগুলো জমা দিয়েছেন তিনি।