Connect with us

বিশ্বকাপ

বিশ্বকাপে খেলা ল্যাবুশেনের কাছে মিরাকল


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপের প্রাথমিক দলে ছিলেন না মার্নাস ল্যাবুশেন। তবে শেষ মুহূর্তে অ্যাস্টন অ্যাগারের ইনজুরিতে কপাল খুলে যায় ডানহাতি এই ব্যাটারের। ট্রাভিস হেডের ইনজুরি থাকায় বাড়তি একজন ব্যাটার নিয়ে বিশ্বকাপে যাওয়ার পরিকল্পনাতেই ল্যাবুশেনের ওপর ভরসা রাখে অজিরা।

অনিশ্চিত যাত্রা থেকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলে জায়গা পাওয়া স্বপ্নের মতো ছিল ল্যাবুশেনের কাছে। এই ঘটনাকে মিরাকল হিসেবে দেখছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। বিশ্বকাপ ফাইনালেও ল্যাবুশেনের বদলে মার্কাস স্টইনিসকে খেলানোর পরিকল্পনা ছিল অস্ট্রেলিয়ার কাছে।


অস্ট্রেলিয়ার ধারণা ছিল রাতের দিকে উইকেটে শিশির থাকবে। ফলে একজন বাড়তি পেসার খেলানো ছিল সময়ের দাবি। তবে স্টইনিসের হালকা চোট থাকায় একাদশে কোনো পরিবর্তন আসেনি। বিশ্বকাপ জেতার পর সেই স্মৃতি স্মরণ করে ল্যাবুশেন বলেছেন, 'গতকাল (শনিবার) রাতেও একাদশ ঘোষণা করা হয়নি দশটা পর্যন্ত। আমি ভেবেছি, কোচেরা মাঠে গিয়েছেন, শিশির থাকতে পারে। আমি বাদ পড়ে যেতে পারি।'


চতুর্থ উইকেটে হেডের সঙ্গে ১৯২ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেছেন ল্যাবুশেন। এই জুটির পথে ল্যাবুশেন ১১০ বলে ৫৮ রানের ইনিংস খেলেছেন। দলে রাখার জন্য টিম ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ল্যাবুশেন।

তিনি বলেন, 'আমি জানি, আপনারা জানেন আমি বিশ্বাসী মানুষ, ঈশ্বরে বিশ্বাস করি। যেভাবে সবকিছু ঘটলো, এটা অবিশ্বাস্য আমার কাছে। এটা শুধু চমৎকারই বলতে পারি। আমি ভাষা খুঁজে পাচ্ছি না। যত পরিমাণ সময় আমি ভেবেছি, আমি শেষ। এমনকি গতকাল রাতেও একাদশ ঘোষণা করা হয়নি দশটার সময় পর্যন্ত।'

'আমি ভেবেছি, কোচেরা মাঠে গিয়েছেন, শিশির থাকতে পারে, আমি বাদ পড়ে যেতে পারি। তো আমি কৃতজ্ঞ তাদের প্রতি আমাকে দলে রাখার জন্য। আমার কাছে আসলে বেশি শব্দ নেই ব্যাখা করার জন্য। তিন মাস আগে, সাউথ আফ্রিকায় পর্যন্ত ছিলাম না ওয়ানডে দলে, সেখান থেকে টানা ১৯ ম্যাচ খেলা, এটা সত্যিই মিরাকল আমি জানি না কীভাবে, জানতে পারবোও না। আমি সেটার জন্য ধন্যবাদ জানাই ঈশ্বরকে।'

সর্বশেষ

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

আউটের ধরণে বিরক্ত ফিলিপস

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

নিউজিল্যান্ডকে ২০০-২২০ রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

চোখ হারাতে বসেছিলেন ভিলিয়ার্স, শঙ্কা নিয়ে খেলেছেন শেষ দুই মৌসুম

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘আনপ্রেডিক্টেবল’ বলেই পাকিস্তানকে ভয় হ্যাডিনের

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

চোটে পড়ার ম্যাচে বাজিতে হারলেন ম্যাক্সওয়েল

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘বাংলাদেশের বিপক্ষে বেশি চাপ নিয়ে ফেলেছিল আফগানিস্তান’

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

জিম্বাবুয়ের রোমাঞ্চকর ও নাটকীয় জয়ের নায়ক রাজা

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

আলোকস্বল্পতায় আগেভাগে খেলা শেষ হওয়ার আগে বাংলাদেশের লিড

৭ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

নাসুমের ৫ উইকেট ও রাজার তোপে ইষ্ট জোনের লিড

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘বড় ক্রিকেটার হতে হলে দেশের বাইরে ভালো খেলতে হবে’

আর্কাইভ