Connect with us

জাতীয় ক্রিকেট লিগ

১০ রানে মেহেদীর ৮ উইকেট, বরিশাল অল আউট ৪৬ রানে


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও জাতীয় ক্রিকেট লিগে জাদু দেখাচ্ছেন শেখ মেহেদী হাসান। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া ডানহাতি এই স্পিনার দ্বিতীয় ইনিংসে নিয়েছেন মাত্র ১০ রানে ৮ উইকেট। মেহেদীর স্পিন ঘূর্ণিতে মাত্র ৪৬ রানে গুটিয়ে গেছে বরিশাল বিভাগ। সহজ লক্ষ্য তাড়ায় ৯ উইকেটের বড় জয় পেয়েছে খুলনা বিভাগ। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরে দুইয়ে রয়েছে তারা।

খুলনার শেষ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ৭২ রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন খুলনার দুই ওপেনার এনামুল হক বিজয় এবং প্রান্তিক নওরোজ নাবিল। যদিও তাদের জুটি বেশি বড় হতে দেননি তানভীর ইসলাম। বাঁহাতি এই স্পিনারের বলে বোল্ড হয়ে ফিরে গেছেন ২১ বলে ১৪ রান করা বিজয়।


এরপর খুলনাকে আর কোনো উইকেট হারাতে দেননি প্রান্তিক নওরোজ নাবিল এবং সৌম্য সরকার। তারা দুজনে মিলে খুলনার ৯ উইকেটের জয় নিশ্চিত করেছে। বড় জয়ের দিনে ২২ বলে ৩৩ রান করেছেন প্রান্তিক নওরোজ নাবিল। তাকে সঙ্গ দেয়া সৌম্য ১২ বলে ২৮ রানের ইনিংস খেলেছেন।


আগের দিনের ৬ উইকেটে ৪২ রান নিয়ে ব্যাটিং নামে বরিশাল। এদিন অবশ্য ৪ রানের বেশি যোগ করতে দেয়নি খুলনা। তাতে মাত্র ৪৬ রানে গুটিয়ে যায় বরিশাল। তাদের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেছেন দলটির ওপেনার রাফসান আল মাহমুদ। দুই অঙ্ক ছুঁয়েছেন সালমান হোসেন ইমন।

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেট সর্বনিম্ন ৪৬ রানে অল আউট হয়েছে বরিশাল। এর আগে ২০১৪ সালে রংপুর বিভাগের বিপক্ষে মাত্র ৪৮ রানে অল আউট হয়েছিল ঢাকা মেট্রো। যা এতদিন বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বনিম্ন স্কোর ছিল।

এদিকে অল্পের জন্য সানজামুল ইসলামের রেকর্ড ভাঙতে পারেননি মেহেদী। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সেরা বোলিং ফিগার সানজামুলের। ৮০ রানে ৯ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার। ইনিংসে ৯ উইকেটের কীর্তি আছে আব্দুর রাজ্জাক এবং মোশারফ হোসেনের।

সর্বশেষ

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘আফসোস আছে কিন্তু কথা বলতে চাই না’

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

৭ উইকেট হারিয়েও আশা ছাড়ছে না নিউজিল্যান্ড

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘কেউ থাকুক আর না থাকুক, ভালো খেলছি কিনা এটাই জরুরী’

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

বড় দলকে হারানোর মজাই আলাদা: তাইজুল

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘অসম্মানের কিছু নেই’, বিশ্বকাপের ওপর পা রাখা নিয়ে মার্শ

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

বাবরকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন লায়ন

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

লেগ স্পিনার ‘গড়ে তোলার’ লক্ষ্যেই স্কোয়াডে রিশাদ

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

সৌম্যকে দলে নেয়ার কারণ জানালেন বাশার

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

টেস্ট খেলার আশা ছাড়েননি ম্যাক্সওয়েল

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজন থেকে সরে দাঁড়ালো ডমিনিকা

আর্কাইভ