Connect with us

বিশ্বকাপ

সেরাটা শেষের জন্য জমা রেখেছিলাম: কামিন্স


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

এবারের বিশ্বকাপে শুরুটা একেবারেই ভালো ছিল না অস্ট্রেলিয়ার। টানা দুই ম্যাচ হেরে আসর শুরু করেছিল প্যাট কামিন্সের দল। যদিও টুর্নামেন্ট সামনে এগিয়ে যেতেই ভয়ঙ্কর হতে থাকে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত উড়তে থাকা ভারতকে নিচে নামিয়ে শিরোপাও জিতে তারা। এমন সাফল্যের পর কামিন্স বলছেন, সেরাটা শেষের জন্যই জমিয়ে রেখেছিল তার দল।

আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলে অস্ট্রেলিয়া। সেই ম্যাচটি তারা হারে ৬ উইকেটে। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল সাউথ আফ্রিকা। এই দলটির বিপক্ষে তারা হারে ১৩৪ রানের বিশাল ব্যবধানে।


অথচ সেমিফাইনালে উঠে সেই সাউথ আফ্রিকাকেই তিন উইকেটে হারায় অজিরা। ফাইনালে ট্রাভিস হেডের অবিশ্বাস্য সেঞ্চুরি এবং মার্নাস ল্যাবুশেনের হাফ সেঞ্চুরিতে তারা ভারতকে হারায় ৬ উইকেটে। টানা দুই হারের পর দলকে কী বার্তা দিয়েছিলেন কামিন্স?


এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বলেছিলাম আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে এবং বিশ্বকাপ জিততে হবে। আর সেটার জন্য অপেক্ষা করার সময় নাই। আমাদের সাহসী হতে হবে, এখান থেকেই সেটা শুরু করতে হবে।’

আর ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে ওঠা নিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, , ‘আমার মনে হয়, সেরাটা শেষের জন্যই জমা রেখেছিলাম। বড় ম্যাচগুলোতে কয়েকজনই ভালো অবদান রাখল, যেটা আমাদের এগিয়ে দিল।’

ম্যাচের আগে কামিন্স বলেছিলেন টস বিশেষ গুরুত্বপূর্ণ ছিল না। ফাইনালে অবশ্য টস জেতায় সুবিধা হয়েছে অস্ট্রেলিয়ার। কামিন্সের লক্ষ্য ছিল ভারতকে অন্তত তিনশ'র নিচে আটকানো। যদিও রোহিত শর্মার দলকে ২৪০ রানেই বেঁধে ফেলে তারা।

কামিন্স আরও বলেন, ‘পুরো টুর্নামেন্টজুড়ে বেশির ভাগই আগে ব্যাট করেছি। আজ মনে হয়েছে রান তাড়া করলেই ভালো হবে। পরে ব্যাটিং সহজ হবে।’

সর্বশেষ

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘কেউ থাকুক আর না থাকুক, ভালো খেলছি কিনা এটাই জরুরী’

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

বড় দলকে হারানোর মজাই আলাদা: তাইজুল

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘অসম্মানের কিছু নেই’, বিশ্বকাপের ওপর পা রাখা নিয়ে মার্শ

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

বাবরকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন লায়ন

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

লেগ স্পিনার ‘গড়ে তোলার’ লক্ষ্যেই স্কোয়াডে রিশাদ

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

সৌম্যকে দলে নেয়ার কারণ জানালেন বাশার

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

টেস্ট খেলার আশা ছাড়েননি ম্যাক্সওয়েল

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজন থেকে সরে দাঁড়ালো ডমিনিকা

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ডাওরিচের আচমকা অবসর

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ, অপেক্ষা ৩ উইকেটের

আর্কাইভ