বিশ্বকাপ

কোহলি-রোহিতদের রুখে দিতে প্রস্তুত বোল্টরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:19 শুক্রবার, 10 নভেম্বর, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বিশ্বকাপে টানা ম্যাচ অপরাজিত থেকে সেমি ফাইনাল নিশ্চিত করেছে ভারত। খাতা কলমে কিছুটা হিসাব বাকি থাকলেও সেমিতে যে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড হতে যাচ্ছে সেটা প্রায় নিশ্চিত। ভারত স্বাগতিক দল, তাই ম্যাচটা যে কঠিন হবে কিউইদের জন্য সেটা স্বীকার করেছেন দলটির পেসার ট্রেন্ট বোল্ট।

যদিও ভারতকে কিভাবে থামাতে হয় সেটাও জানা আছে বলে জানিয়েছেন এই কিউই তারকা। শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের পর কিউইদের পয়েন্ট এখন ১০ এবং রানরেট +০.৭৪৩। এর ফলে পাকিস্তানের সামনে দাঁড়িয়েছে কঠিন সমীকরণ। সেই সমীকরণকে অসম্ভবও বলা চলে। ফলে কিছুটা স্বস্তি নিয়েই সেমি ফাইনালের প্রস্তুতি নিচ্ছেন বোল্টরা।

২০১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়েই ফাইনালে জায়গা করে নিয়েছিল নিউজিল্যান্ড। এবার অবশ্য চিত্রটা ভিন্ন। রোহিতরা খেলছেন ঘরের মাঠে। তাই তাদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগই নেই। বিরাট কোহলি-শুভমান গিলদের বর্তমান ফর্মও চিন্তার বড় কারণ হবে নিউজিল্যান্ডের জন্য। তবে তাদের কীভাবে থামাতে হবে এর উত্তর আছে বোল্টদের কাছেও।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বোল্ট বলেন, ‘আমি আগেই বলেছি তারা খুবই ভালো ক্রিকেটার। তারা (ভারত) বেশ ইতিবাচক ক্রিকেট খেলছে এবং আমরা অনুমান করতে পারছি তারা শট খেলতে চাইবে কিন্ত কিভাবে ভারতকে আমরা রুখে দিতে পারবো, সেই পরিকল্পনা আমাদের কাছে স্পষ্ট। আমি মনে করি, ম্যাচে অনেক উত্তেজনা থাকবে ও চ্যালেঞ্জ নেয়ার সম্ভাবনা থাকবে। ১.৫ বিলিয়ন দর্শকের সামনে ভারতের বিপক্ষে খেলার চেয়ে বড় কিছু হতে পারে না।' 

চলতি বিশ্বকাপের গ্রুপ পর্ব ভারতের বিপক্ষে ধর্মশালায় খেলেছিল নিউজিল্যান্ড। সেখানে ২৭৪ রানের লক্ষ্য তারা করতে নেমে চার উইকেট হাতে রেখেই জয়ের দেখা পায় রোহিতরা। তবে অতীতের ফলাফল নিয়ে চিন্তা করতে রাজি নন বোল্ট। বরং সেই ম্যাচটি ভারতের বিপক্ষে সেমি ফাইনালে লড়াই করতে সাহায্য করবে বলে মনে করেন তিনি।

আত্মবিশ্বাসী বোল্ট বলেন, 'আমরা ভারতের বিপক্ষে অনেক বারই খেলেছি। কোয়ালিটি প্লেয়াররা এই কন্ডিশন ভালো করেই জানে। ওয়াংখেড়ের কন্ডিশন কেমন হবে সেটা নিয়ে মন্তব্য করা কঠিন। তবে ইতিহাস বলছে, এটি ভালো উইকেট হবে। তবে হ্যা, ধর্মশালায় তাদের বিপক্ষে খেলতে পেরে ভালো লেগেছিল। সেটা সম্পূর্ণ ভিন্ন গ্রাউন্ড ও সেখানে ভিন্ন রকম সুবিধা ছিল।'

চাপ মোকাবেলার প্রত্যাশা রেখে বোল্ট বলেন, 'কিন্তু, হ্যাঁ, আমরা সেই চ্যালেঞ্জের দিকেই নিজেদের লক্ষ্য স্থির রাখব। (ম্যাচে) চাপ যে কোনো সময়ে (দলের) অনেক সেরা সেরা খেলোয়াড়দের জন্যেও কাজ করে। সুতরাং, এটা (চাপ) নেয়ার জন্য মুখিয়ে আছি।'