পিএসএল

প্রথমবারের মতো পিএসএলে কোচিং করাবেন হেসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:34 বৃহস্পতিবার, 09 নভেম্বর, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

প্রথম তিন আসরের দুবারই শিরোপা ঘরে তুলেছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেড। তবে ২০১৮ সাল থেকেই ব্যর্থতা দলটির পিছু ছাড়ছে না। সফলতার খোজে দলটি এবার নিয়োগ দিয়েছে নিউজিল্যান্ডের সাবেক কোচ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ডিরেক্টর মাইক হেসনকে। এবারই প্রথমবারের মতো পিএসএলে কোচিং করাবেন তিনি।

পাকিস্তানের এই ঘরোয়া লিগের শুরু থেকেই দলটি কোচের দায়িত্ব পালন করেন প্রয়াত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডিন জোন্স। তার অধীনেই দলটি ২০১৬ ও ২০১৮ সালে শিরোপা ঘরে তুলে। কিন্ত জোন্স ২০১৯ সালে করাচি কিংস এর সঙ্গে চুক্তি করার পর থেকেই ভরাডুবি শুরু হয় ইসলামাবাদের। এরপর বেশ কয়েকজন কোচ পরিবর্তন করে তারা।

দলটি মিসবাহ-উল-হক, জোহান বোথা এবং সম্প্রতি আজহার মাহমুদ সহ বেশ কয়েকজনকে দলে ভেড়ায় ব্যর্থতার বিত্ত থেকে বের হতে। অথচ ২০১৮ সালের পর আর ফাইনাল খেলা হয়নি দলটির। তবে দলটি মনে করে হেসন অত্যন্ত কৌশলগত এবং বিশ্লেষণাত্মক কোচ। ফলে ইউনাইটেডের দায়িত্ব তাকে দেয়া হয়েছে। ইএসপিএন ক্রিকইনফোকে এমনটাই জানিয়েছেন দলটির মালিক।

আলি নকভি বলেন, 'মাইক তার পদ্ধতির উপর অত্যন্ত কৌশলগত এবং বিশ্লেষণাত্মক। খেলায় নতুনত্ব ও আধুনিক উপায় তৈরি করায় নিজের দক্ষতা তিনি প্রমাণ করেছেন। যা নিউজিল্যান্ডের হয়ে তার কোচিং প্রমাণ করে। তিনি একজন মহান মানুষ ও ব্যবস্থাপক। আর এই সকল বৈশিষ্ট্যগুলোই আইএসএলের প্রথম মৌসুম থেকে ইউনাইটেড পালন করে আসছে। ফলে তিনি দলের জন্য পারফেক্ট।'

আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের সঙ্গে বেশ লম্বা সময় কাজ করেছেন হেসন। ৪৯ বছর বয়সী এই কোচ ২০১২ সালে দলটির দায়িত্ব নেন। এরপর তার অধীনেই ২০১৫ সালে প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনালে উঠে কিউইরা। এরপর ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে যোগ দেন। এবার ইউনাইটেডের দায়িত্ব পেয়ে বেশ আনন্দিত তিনি। মুখিয়ে আছেন দলটির হয়ে কাজ করতে।

হেসন বলেন, 'আমি ইসলামাবাদ ইউনাইটেডের অংশ হতে পেরে বেশ আনন্দিত। তাদের পেশাদারিত্ব, আধুনিকতা এবং চিন্তাভাবনার দৃষ্টিভঙ্গি আমার সঙ্গে দৃঢ়ভাবে সম্পৃক্ত। শ্রেষ্ঠত্ব, ক্ষমতায়ন, শিক্ষা এবং পরিবেশের উপর ভিত্তি করে ইউনাইটেডের নির্মিত কৌশলে আমি মুগ্ধ। ফলে প্রতিভাবান খেলোয়াড় এবং কর্মীদের নিয়ে একটি সফল দল গড়তে ও ভক্তদের কাছে উত্তেজনাপূর্ণ ক্রিকেট পৌঁছে দিতে মুখিয়ে আছি।'