বিশ্বকাপ

'জন্মদিনে সেঞ্চুরি' স্বপ্নের মতো ছিল কোহলির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:53 রবিবার, 05 নভেম্বর, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের ৪৮তম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন বিরাট কোহলি। এরপর টানা দুই ম্যাচে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও ব্যর্থ হয়েছেন এই ডানহাতি ব্যাটার। তবে অবশেষে পেলেন কাঙ্ক্ষিত সেই সেঞ্চুরির দেখা। সেটাও আবার নিজের জন্মদিনে। তাই ইনিংস শেষে নিজের পারফোর্ম্যান্সের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই তারকা ব্যাটার।

ভারতের সেমি ফাইনাল নিশ্চিত হয়েছে আগের ম্যাচেই। তবে নিজেদের উইনিং মোমেন্টাম ধরে রাখা ও পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমি ফাইনালে যাওয়ার জন্য আজকের ম্যাচটাও বেশ গুরুত্বপূর্ণ ছিল ভারতের জন্য। এমন ম্যাচে রোহিত শর্মা ২৪ বলে ৪০ করে আউট হলেও দলের হাল ধরেন কোহলি। তবে কাজটা যে সহজ ছিলো না এমন উইকেটে ইনিংসে শেষে সেটাই জানিয়েছেন তিনি।

ইনিংস শেষে কোহলি বলেন, 'উইকেটটি ব্যাটিং করার জন্য সহজ ছিল না। আমরা ভালো শুরু পেয়েছিলাম। আমি যখন উইকেটে ছিলাম আমার কাজ ছিল মোমেন্টাম ধরে রাখা। কিন্তু ১০ ওভারের পড়ে বল গ্রিপ করা শুরু করেছিল এবং উইকেট ধীর গতির হতে শুরু করেছিল। আমার কাজ ছিল লম্বা সময় ধরে ব্যাটিং করা এবং শেষ পর্যন্ত টিকে থাকা কারণ ওপেনাররা আউট হয়ে গিয়েছিল। আমি সেটাই করেছি।'

এদিকে বিশ্বকাপ শুরু আগে ওয়ানডেতে কোহলির ঝুলিতে ছিলো ৪৭টি সেঞ্চুরি। ফলে বিশ্বকাপে মাত্র দুটি সেঞ্চুরি করতে পারলেই শচির টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসানোর সুযোগ ছিলো কোহলির সামনে। আসরের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৫ রানে আউট হয়ে আক্ষেপে পুড়েছিলেন তিনি।

পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হাফ সেঞ্চুরি করলেও সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচে ৯৭ বলে ১০৩ রানের ইনিংস খেলেন তিনি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৫, শ্রীলঙ্কার বিপক্ষে ৮৮ করলেও ৪৯তম সেঞ্চুরি পাওয়ার অপেক্ষা যেন ফুরোচ্ছিলই না তার। অবশেষে সাউথ আফ্রিকার বিপক্ষে সেই আক্ষেপ ঘুচিয়েছেন কোহলি। জন্মদিনে এমন কীর্তি গড়ে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ প্রকাশ করেছেন।

ইনিংস শেষে কোহলি বলেন, 'ভারতের হয়ে খেলার প্রতিটা সুযোগই বড়, তবে জন্মদিনে এমন পারফর্ম করতে পারাটা স্বপ্নের মত ছিলো। ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমি এমন একটি মুহূর্তগুলো পেয়েছি। এটা (এই ম্যাচে) আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল কারণ বল গ্রিপ করছিল এবং বোলারদের খেলাটা সহজ ছিলো না।'