জাতীয় লিগ

সাদমান-নাঈমের ৪০০ পেরুনো জুটিতে মেট্রোর রান উৎসব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:37 শুক্রবার, 03 নভেম্বর, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর মাঠে স্বাগতিকদের বিপক্ষে রান বন্যা বইয়ে দিয়েছেন সাদমান ইসলাম ও নাঈম ইসলাম। দুজনই পেয়েছেন ডাবল সেঞ্চুরির দেখা। এই দুজনের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৬০১ রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে ঢাকা মেট্রো।

সাদমান খেলেছেন ৪৩৭ বলে ২৫০ রানের ইনিংস। আর নাঈমের ব্যাট থেকে এসেছে ২৭৮ বলে ২২১ রানের ইনিংস। দুজনের দুটি ইনিংসটি ক্যারিয়ার সেরা। তৃতীয় উইকেটে সাদমান ও নাঈম গড়েছেন ৪৩৪ রানের জুটি। প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় উইকেটে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড।

এর আগে ২০১২ সালের অক্টোবরে জাতীয় লিগের ম্যাচেই ঢাকা মেট্রোর বিপক্ষে তামিম ইকবাল ও মুমিনুল হক ২৭৬ রানের জুটি গড়েছিলেন চট্টগ্রাম বিভাগের হয়ে। এটিই এতোদিন তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি হিসেবে টিকে ছিল। এবার সেই রেকর্ড নিজেদের করে নিলেন সাদমান ও নাঈম।

ম্যাচের প্রথম দিন ২২৭ রানের জুটি নিয়ে মাঠ ছেড়েছিলেন সাদমান ও নাঈম। শুক্রবার তাদের ব্যাট থেকে এসেছে আরও ২০৭ রান। সাদমান দলীয় ৩৬৬ রানে ফিরে গেলে নাঈমের সঙ্গে তার ম্যারাথন জুটি ভাঙ্গে। এরপর আবু হায়দার মাত্র ৭ রান করে আউট হয়ে যান।

এরপর নাঈম ফিরে গেলে আল আমিন ও আমিনুল ইসলামের ব্যাটে ৬০০ পেরিয়ে ইনিংস ঘোষণা করে ঢাকা মেট্রো। সিলেটের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন নাবিল সামাদ। একটি করে উইকেট গেছে আবু জায়েদ রাহী ও খালেদ আহমেদের ঝুলিতে।

জবাবে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১০১ রান করে দিন শেষ করেছে সিলেট। তৌফিক খান ৫২ ও জাকির হাসান ৪২ রান করে দিন শেষে অপরাজিত আছেন। ২০ ওভার বোলিং করেও সিলেটের কোনো উইকেট ফেলতে পারেননি মেট্রোর বোলাররা।