জাতীয় ক্রিকেট লিগ

সাব্বিরের সেঞ্চুরি ছাপিয়ে মুমিনুলদের ৯ উইকেটের জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:26 রবিবার, 29 অক্টোবর, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

সাব্বির হোসেনের সেঞ্চুরিতে রাজশাহী বিভাগ বড় পুঁজি পেলেও মুমিনুল হক, ইরফান শুক্কুর ও শামীম হোসেন পাটোয়ারীদের দারুণ ব্যাটিংয়ে বেশ ভালোভাবেই জবাব দেয় চট্টগ্রাম বিভাগ। পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে রাজশাহী গুটিয়ে যায় ১৮২ রানে। ফলে মাত্র ৫৪ রান তাড়া করতে নেমে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে মুমিনুলদের চট্টগ্রাম।

সিলেটের অ্যাকাডেমি মাঠে জয়ের জন্য ৫৪ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি চট্টগ্রাম। শুরুতেই সাজঘরে ফেরেন পিনাক ঘোষ। মোহর শেখের বলে উইকেটের পেছনে থাকা ইমরান উজ জামানের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন রানের খাতা খুলতে না পারা পিনাক। এরপর অবশ্য আর কোনো উইকেট হারায়নি চট্টগ্রাম।

পারভেজ হোসেন ইমন ও সৈকত আলী মিলে মাত্র ১০ ওভারে চট্টগ্রামের জয় নিশ্চিত করেন। ৯ উইকেটের জয় পাওয়ার দিনে ২৮ বলে ২৭ রান করে অপরাজিত ছিলেন ইমন। তিনে নেমে তাকে সঙ্গ দেয়া সৈকত অপরাজিত ছিলেন ৩২ বলে ২৮ রানের ইনিংস খেলে। রাজশাহীর হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন মোহর।

এর আগে বাকি ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলেও সাব্বিরের ১২৩ রানের ইনিংসের উপর ভর করে সবকটি উইকেট হারিয়ে ৩০৯ রানের পুঁজি পায় রাজশাহী। জবাব দিতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৪৩৭ তোলে চট্টগ্রাম। যেখানে তাদের হয়ে মুমিনুল ৮৮, ইরফান ৬৮, শামীম ৫৯, পারভেজ ইমন ৫৩ এবং ইয়াসির আলী রাব্বি ৪৮ রানের ইনিংস খেলেছেন।

চট্টগ্রামের চেয়ে ১২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রাজশাহী। ব্যাটারদের মাঝে কেউই সেভাবে দাঁড়াতে পারেননি। তাদের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন সাব্বির ও সাব্বির রহমান। চট্টগ্রামের হয়ে ইরফান হোসেন পাঁচটি এবং নাঈম হাসান নিয়েছেন চারটি উইকেট।

এদিকে কক্সবাজারে ঘূর্ণিঝড়ের শঙ্কার কারণে প্রথম তিন দিন খেলা হয়নি ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রোর খেলা। চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ১৩৩ রান করে ইনিংস ঘোষণা করে ঢাকা বিভাগ। তাদের হয়ে হাফ সেঞ্চুরি পেয়েছেন আব্দুল মজিদ ও রনি তালুকদার। জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা মেট্রো।

মাত্র ৪৯ রান তুলতে ৪ উইকেট হারায় তারা। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন নাইম শেখ, সাদমান ইসলাম, জাহিদুজ্জামান খান এবং আমিনুল ইসলাম বিপ্লব। ঢাকা বিভাগের হয়ে সুমন খান দুটি উইকেট নিয়েছেন। একদিনের বেশি খেলা না হওয়ায় ম্যাচটি ড্র হয়েছে।