জাতীয় লিগ

রাব্বি-রুয়েলদের দাপটে অলআউট খুলনা, সৌম্যর ৪ উইকেট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:31 বৃহস্পতিবার, 26 অক্টোবর, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডে কামরুল ইসলাম রাব্বি-রুয়েল মিয়াদের দাপটের ম্যাচে ১৪২ রানে অলআউট হয়েছে খুলনা বিভাগ। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বস্তিতে নেই বরিশাল বিভাগও। ৮০ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়েছে দলটি। সৌম্য একাই নিয়েছেন চার উইকেট। প্রথম দিন শেষে ৬২ রানে পিছিয়ে আছে বরিশাল।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খুলনা। দলটির হয়ে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন নাহিদুল ইসলাম। তার অপরাজিত এই ইনিংসটি ছাড়া আর কেউই তেমন কিছু করতে পারেননি।

এনামুল হক বিজয় তিন রান করে রাব্বির বলে স্টাম্পিং হয়ে ফিরে গেছেন। ২৪ বলে ১৬ রান করা সৌম্যকে ফেরান রুয়েল মিয়া। মিড অনে সৌম্যের ক্যাচ লুফে নেন ফাজলে মাহমুদ রাব্বি। এর একটু পরই ৯ রান করা ইমরুল কায়েসকে বোল্ড করে ফেরান সালমান হোসেন ইমন।

আসা যাওয়ার মিছিলে যোগ দেন আফিফ হোসেন ধ্রুব এবং মোহাম্মদ মিঠুনও। এক রান করা আফিফকে বোল্ড করেন রাব্বি। ১২ রান করা মিঠুনকেও ফেরান তিনি। শেষদিকে রুয়েলের দাপটে ৫৩.১ ওভারের বেশি টিকতে পারেনি তারায় ভরা দল খুলনা।

বোলিং করতে নেমে অবশ্য সৌম্যের বোলিংয়ে ছন্দে ফিরে দলটি। ২৩ রান করা ওপেনার ইফতিখার হোসেন ইফতি তার বলেই উইকেটরক্ষক নুরুল হাসান সোহানকে ক্যাচ তুলে দেন। ২৬ রান করা শাহরিয়ার সাকিবকে কট এন্ড বোল্ড করেন সৌম্য।

তারপর সালমান হোসেন ইমন (১৬) এবং ফজলে রাব্বিকে (০) বিদায় করেন এই অলরাউন্ডার। খুলনার হয়ে অবশিষ্ট উইকেটটি নেন আল আমিন হোসেন।