Connect with us

বিশ্বকাপ

ছিটকে গেলেন অ্যাগার, বিশ্বকাপে ল্যাবুশেন


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপের আগে চোটের কবলে পড়েছেন অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন ক্রিকেটার। যদিও প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলরা চোট কাটিয়ে দলেও ফিরেছেন। কিন্ত গতমাসে চোটে পড়া অ্যাস্টন অ্যাগার ফিরতে পারেননি। এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে এই স্পিনারের বিশ্বকাপে খেলা হচ্ছে।

তার বদলি হিসেবে ভারতের বিমান ধরছেন তারকা ব্যাটার মার্নাস ল্যাবুশেন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে অনুশীলন করার সময় পেশির চোটে পড়েছিলেন অ্যাস্টন অ্যাগার। যে কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি দলে সুযোগ মেলেনি তার। চোট থেকে সেরে উঠে ওয়ানডে সিরিজে ফিরবেন সেই আশায় ছিলেন বাঁহাতি এই স্পিনার।


কিন্ত ব্যর্থ হয়েছেন ফিরতে। এমনকি ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ফিরতে পারেননি তিনি। এদিকে বিশ্বকাপের মূল আসর শুরু হবে ৫ অক্টোবর থেকে। এর আগে দলগুলো খেলবে প্রস্ততি ম্যাচ। অস্ট্রেলিয়া ৩০ সেপ্টেম্বর নিজেদের প্রথম প্রস্ততি ম্যাচে নেদারল্যান্ডের মুখোমুখি হবে।


এরপর ৩ অক্টোবর দ্বিতীয় ও শেষ প্রস্ততি ম্যাচে পাকিস্তান বিপক্ষে মাঠে নামবে দলটি। এদিকে ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। যদিও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন ল্যাবুশেন। প্রায় প্রতিটি ম্যাচেই হেসেছে তার ব্যাট।

তিন ম্যাচে এই ডানহাতি ব্যাটারের ব্যাট থেকে ৩ ম্যাচে এসেছে ১৩৮ রান। এর মধ্যে প্রথম ওয়ানডেতে ৪৯ বলে ৩৯, দ্বিতীয় ম্যাচে ৩১ বলে ২৭ ও তৃতীয় ও শেষ ম্যাচে ৫৮ বলে ৭২ রানের ইনিংস খেলেছেন তিনি। এমন পারফরম্যান্সই তার বিশ্বকাপের দরজা খুলে দিয়েছে।

অ্যাগার না থাকায় অ্যাডাম জাম্পার কোনো বিকল্প ছাড়াই বিশ্বকাপে খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। যদিও অস্ট্রেলিয়া দলের সঙ্গেই বিশ্বকাপে থাকছেন অতিরিক্ত হিসেবে যাওয়া তানভীর সাঙ্গা। অতিরিক্ত হিসেবে আছেন অলরাউন্ডার ম্যাথু শর্টও।

 

সর্বশেষ

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

মেয়েদের আইপিএলে দল পেলেন না মারুফা-রাবেয়া

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

ক্যাম্ফারকে মারতে যাওয়ায় ২ ম্যাচ নিষিদ্ধ রাজা

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

‘আমার ক্যারিয়ারে দেখা সবচেয়ে বাজে উইকেট’

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের যুবাদের

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

প্রথম বহরে ১৪ জনকে নিয়ে রাতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

‘টেস্টে উন্নতি করতে আসিনি, জিততে এসেছি’

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

‘যখনই কাউকে শাস্তি দিয়েছি, দেশের মানুষ আমাকে শেষ করে দিয়েছে’

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

৭১ টিভির বিরুদ্ধে মুশফিকের লিগ্যাল নোটিশ

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

সাউথ আফ্রিকায় ইতিহাস গড়া হলো না বাংলাদেশের

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

ভারত সিরিজে আবারও ধাক্কা খেল সাউথ আফ্রিকা

আর্কাইভ