Connect with us

বিশ্বকাপ

তামিমকে বিশ্বকাপে মিস করবেন শান্ত


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। অভিজ্ঞ এই ওপেনার দীর্ঘদিন ধরেই পিঠের চোটে ভুগছেন। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফিরলেও এক ম্যাচ খেলেই বিশ্রামে গেছেন এই বাঁহাতি ব্যাটার। দ্বিতীয় ওয়ানডের পর এই ব্যাটার নিজেই জানিয়েছিলেন ব্যাটিংয়ের সময় অস্বস্তির কথা।

অভিজ্ঞ এই ব্যাটারকে বিশ্বকাপে বাংলাদেশ দল মিস করবে বলে মনে করেন নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে প্রথমবারের মতো নেতৃত্ব দিয়েছেন তিনি। এই টপ অর্ডার ব্যাটার জানিয়েছেন তামিমের কাছ থেকে অনেক কিছু শিখেছেন তিনি।


বিশ্বকাপের দল নিয়ে শান্ত বলেন, 'আলহামদুলিল্লাহ দল ভালো হয়েছে। তামিম ভাইয়ের সঙ্গে অনেকদিন ধরে খেলছি আমরা। তিনি বাংলাদেশ দলকে অনেকদিন সার্ভিস দিয়েছেন। হয়তো ভবিষ্যতে আরও দেবেন। অবশ্যই তাকে মিস করবো। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। অবশ্যই তাকে মিস করবো।'


গত এক বছর ধরেই ব্যাট হাতে স্বপ্নের মতো ফর্ম কাটাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। চলতি বছর ১৫ ওয়ানডেতে ৪৯.৮৫ গড়ে শান্ত করেছেন ৬৯৮ রান। এর মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরি। এ ছাড়া গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের সেরা ব্যাটার ছিলেন শান্ত।

৫ ম্যাচ খেলে করেছিলেন ১৮০ রান। সামনে আরেকটি বিশ্বকাপ। শান্তর কাছে জানতে চাওয়া হয়েছিল এবারের বিশ্বকাপে তার লক্ষ্য কী। শান্ত জানিয়েছেন ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে ভাবছেন না তিনি। দলীয় পারফরম্যান্স ভালো হলেই খুশি হবেন এই ব্যাটার।

তিনি বলেন, 'ব্যাটসম্যান হিসেবে আমার দায়িত্ব প্রতিদিন রান করা। স্বপ্নের মতো বলবো না। এরকমই হওয়া উচিত। এর থেকেও ভালো হওয়া উচিত। এর থেকেও ভালো হওয়া সম্ভব। আরও উন্নতি করার চেষ্টা করছি। যেন লম্বা সময় ধরে ভালো খেলতে পারি।'

'আমার হাইয়েস্ট রান করা আসলে ম্যাটার করে না যদি না দল ভালো করে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা কিন্তু সেমিফাইনালে খেলিনি। দল হিসেবে আমরা এতো ভালো ফলাফল করিনি। আমি ব্যক্তিগতভাবে একক পারফরম্যান্স গনায় ধরি না। আমাদের টিমের কেউও না। এইটা গুরুত্বপূর্ণ ম্যাচ আমরা জিতছি কিনা, দল হিসেবে আমরা ভালো করছি কিনা।'

সর্বশেষ

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

বিগব্যাশে খেলতে অপেক্ষায় থাকতে হচ্ছে হারিস রউফকে

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

শান্তর আউটে অবাক জয়, ফিলিপস বলছেন ভাগ্যবান

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়ছেন জয়

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

ক্রিকেটানন্দে ক্রিকেট মাঠে শিক্ষা সফর

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

সূর্যকুমার আমার ধারে কাছেও আসতে পারবে না: গেইল

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

দেশে ফিরে যাচ্ছেন বিশ্বকাপজয়ী ৬ ক্রিকেটার

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

সানি শ: খেলা দেখার জন্য দেশ হতে দেশান্তরে

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

আজমের জরিমানা বাতিল করল পিসিবি

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

নিউজিল্যান্ডের ঘূর্ণি সামলে বাংলাদেশের তিনশ পার

২৭ নভেম্বর, সোমবার, ২০২৩

ঘরে জয়, বাইরে লড়াইয়ের মন্ত্রে বাংলাদেশের নতুন যাত্রা

আর্কাইভ