Connect with us

বাংলাদেশ ক্রিকেট

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, নেই তামিম


প্রকাশ

:

ছবি : ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর সংবাদ সম্মেলনে এসে তামিম ইকবাল জানিয়েছিলেন, তিনি এখনও অস্বস্তিবোধ করছেন। পুরোপুরি ফিট না হওয়ায় বিশ্কাপ দল নির্বাচনে বিষয়টি মাথায় রাখতে বলেছিলেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক। তামিমের এমন কথায় তাকে বিশ্বকাপ দলে নিতে চাননি সাকিব আল হাসান ও চান্ডিকা হাথুরুসিংহে।

শেষ পর্যন্ত অধিনায়ক ও প্রধান কোচের চাওয়াই প্রাধান্য পেয়েছে। বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দলে রাখা হয়নি তামিমকে। তবে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ওয়ানডে দলে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদ। নিজেদের ইউটিউব এবং ফেসবুকে পেজে ভিডিও আপলোড করে দল ঘোষণা করেছে বিসিবি।


তামিম থাকলে লিটনের সঙ্গে নিয়মিতভাবেই ওপেন করতেন। তবে তিনি না থাকায় বিকল্প ওপেনার হিসেবে ডেকে নেয়া হয়েছে তানজিদ হাসান তামিমকে। ফলে ১৫ সদস্যের স্কোয়াডে ওপেনার হিসেবে আছেন তারা দুজনই। তাতে করে তৃতীয় ওপেনারের জন্য ভুগতে পারে বাংলাদেশ।


টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যাটার হিসেবে রয়েছেন ৫ জন। যেখানে নাজমুল হোসেন শান্তর সঙ্গী তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ। স্পিনার হিসেবে সাকিবের সঙ্গী মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি এবং নাসুম আহমেদ। 

পেসার হিসেবে তাসকিনের সঙ্গে দেখা যাবে মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিবকে। ধারণা করা হচ্ছিলো তানজিম সাকিবের চোটের কারণে বিশ্বকাপ দলে থাকতে পারেন খালেদ আহমেদ। তবে ডানহাতি এই পেসারের জায়গা মেলেনি বিশ্বকাপ দলে।

বিশ্বকাপ খেলতে ২৭ সেপ্টেম্বর গোহাটির উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। এরপর সেখানে গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিবের দল। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। ম্যাচ দুটি হবে ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর। দুটি ম্যাচই হবে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে।

বাংলাদেশের বিশ্বকাপ দল- সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহীদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদি, তানজিদ হাসান তামিম, তানজিম সাকিব, মাহমুদউল্লাহ রিয়াদ।

সর্বশেষ

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

বিগব্যাশে খেলতে অপেক্ষায় থাকতে হচ্ছে হারিস রউফকে

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

শান্তর আউটে অবাক জয়, ফিলিপস বলছেন ভাগ্যবান

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়ছেন জয়

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

ক্রিকেটানন্দে ক্রিকেট মাঠে শিক্ষা সফর

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

সূর্যকুমার আমার ধারে কাছেও আসতে পারবে না: গেইল

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

দেশে ফিরে যাচ্ছেন বিশ্বকাপজয়ী ৬ ক্রিকেটার

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

সানি শ: খেলা দেখার জন্য দেশ হতে দেশান্তরে

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

আজমের জরিমানা বাতিল করল পিসিবি

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

নিউজিল্যান্ডের ঘূর্ণি সামলে বাংলাদেশের তিনশ পার

২৭ নভেম্বর, সোমবার, ২০২৩

ঘরে জয়, বাইরে লড়াইয়ের মন্ত্রে বাংলাদেশের নতুন যাত্রা

আর্কাইভ