Connect with us

এশিয়ান গেমস

পাকিস্তানকে উড়িয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

এশিয়ান গেমসে ভারতের বিপক্ষে সেমিফাইনালে রীতিমতো ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। আর তাই সোনা জয়ের আশা গতকালই ভেস্তে যায় তাদের। ফাইনাল না খেলতে পারায় রুপা জেতার সম্ভাবনাও শেষ হয়ে যায়। তবে প্রথমবারের মতো ব্রোঞ্জ ঠিকই আদায় করল বাংলাদেশ নারী দল। হাংজুতে পাকিস্তান নারী দলকে ৬৪ রানে আটকে দিতে বাংলাদেশ ম্যাচটি জিতে ৫ উইকেটে।

এবারের এশিয়ান গেমসে এটিই বাংলাদেশের প্রথম পদক। সর্বশেষ যে দুটি আসরে এশিয়ান গেমসে ক্রিকেট ছিল, সেই দুবারই রুপা জিতে বাংলাদেশ নারী দল।


টস হেরে আগে ব্যাটিংয়ে নামা পাকিস্তান অবশ্য পুরো ২০ ওভারই ব্যাটিং করে। ৯ উইকেটে ৬৪ রানে থামে তারা। দলের হয়ে সর্বোচ ১৭ রান করেন আলিয়া রিয়াজ। ১৪ রান আসে অধিনায়ক নিদা দারের ব্যাটে।


এ ছাড়া সাদাফ শামাস ১৩ এবং নাটালিয়া পারভাইজ ১১ রান করেন। আর কেউই দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। শূন্য রানে ফিরে যান তিন ব্যাটার। বাংলাদেশের হয়ে মাত্র ১৬ রান খরচায় তিন উইকেট নেন স্বর্ণা আক্তার।

১১ রান খরচায় দুটি উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা। একটি করে উইকেট নেন মারুফা আক্তার, নাহিদা আক্তার এবং রাবেয়া খান।

লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ২৭ রান তোলে বাংলাদেশ। শামিমা সুলতানা ১৭ বলে ১৩ রান করে ফিরে যান। এর এক ওভার পর আরেক ওপেনার সাথী রানিও ফিরে যান। ফেরার আগে ১৯ বলে ১৩ রান করেন তিনি।

তারপর থেকে একটু পরপরই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেয়ার কাজটি করেন স্বর্ণা আক্তার। ৩৩ বলে ১৪ রানে অপরাজিত ছিলেন তিনি। ১৮.২ ওভারে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।

সর্বশেষ

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

মেয়েদের আইপিএলে দল পেলেন না মারুফা-রাবেয়া

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

ক্যাম্ফারকে মারতে যাওয়ায় ২ ম্যাচ নিষিদ্ধ রাজা

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

‘আমার ক্যারিয়ারে দেখা সবচেয়ে বাজে উইকেট’

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের যুবাদের

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

প্রথম বহরে ১৪ জনকে নিয়ে রাতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

‘টেস্টে উন্নতি করতে আসিনি, জিততে এসেছি’

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

‘যখনই কাউকে শাস্তি দিয়েছি, দেশের মানুষ আমাকে শেষ করে দিয়েছে’

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

৭১ টিভির বিরুদ্ধে মুশফিকের লিগ্যাল নোটিশ

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

সাউথ আফ্রিকায় ইতিহাস গড়া হলো না বাংলাদেশের

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

ভারত সিরিজে আবারও ধাক্কা খেল সাউথ আফ্রিকা

আর্কাইভ