Connect with us

বিপিএল

আমরা যাদের দলে চেয়েছি, তাদেরই পেয়েছি: তামিম


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম ইকবাল। দলটিতে আরও আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান মিরাজের মতো ক্রিকেটাররা। দলের অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে খুশি তামিম। ড্রাফটে মন মতো দল সাজানো নিয়েও খুশি বাংলাদেশের এই ওপেনার।

আজকের ড্রাফট থেকে মুশফিক, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, প্রিতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিলদের মতো দেশীয় ক্রিকেটারদের নিয়েছে বরিশাল।


এ ছাড়া ইয়ানিক ক্যারিয়াহ, দীনেশ চান্দিমালের মতো বিদেশী ক্রিকেটারদেরও ড্রাফট থেকে নিয়েছে দলটি। আর শোয়েব মালিক, পল স্টার্লিং, ইব্রাহিম জাদরান, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি ও দুনিথ ওয়েলালাগেকে ডিরেক্ট সাইনিংয়ে দলে নিয়েছে বরিশাল।


ড্রাফট শেষে সন্তুষ্ট হয়ে তামিম বলেন, 'আমার কাছে মনে হয় আমরা যে ধরনের দল চাচ্ছিলাম ৯৫% আমরা সেই ধরনের দল করতে পেরেছি। যে প্লেয়ারগুলোকে আমরা টার্গেট করেছিলাম, ওদের আমরা দলে নিয়েছি। বরিশাল নরমালি একটা সফল ফ্র্যাঞ্চাইজি। ২-৩ বছর ধরেই ওরা প্লে-অফে খেলেছে, ফাইনালও খেলেছে। যে দল আমরা করেছি, আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে নাথিং লাইক ইট।'

'তবে দিন শেষে এটাই ক্রিকেট। এখানে কিছুই গ্যরাটিড নয়। তবে ফ্র্যাঞ্চাইজি মালিকের পক্ষ থেকে, ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে যারা ছিলেন, তাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি সম্ভাব্য সেরা দল দিতে। এটা এখন আমার ওপর, ওর ওপর (মিরাজের দিকে ইঙ্গিত করে) এবং প্লেয়ারদের ওপর নির্ভর করছে।'

কমপক্ষে দশটি আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্ব করেছেন এমন বেশ কয়েকজন ক্রিকেটার আছেন বরিশালে। এ ছাড়া তামিম, মাহমুদউল্লাহ, মুশফিক, মিরাজদের মতো বিপিএলের ভিন্ন ভিন্ন আসরে নেতৃত্ব দেয়া ক্রিকেটারও আছেন দলটিতে। দলটির নেতৃত্ব পাওয়া নিয়ে একটুও উদ্বিগ্ন নন তামিম।

তিনি আরও বলেন, 'আমার কাছে মনে হয় আমাদের দলে অনেকগুলো অধিনায়ক আছে। বিপিএলে যারা সাফল্য পেয়েছে। মিরাজ নিজেও একজন ভালো অধিনায়ক। কে হবে এটা আমরা এখনও সিদ্ধান্ত নেইনি। আমার কাছে আসলে অধিনায়কত্ব গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে মনে হয় যে অভিজ্ঞতা আমরা মাঠে পাবো, রিয়াদ ভাই, মুশফিক, আমি, মিরাজ- আমাদের মনে হয় না নেতৃত্ব খুব বেশি গুরুত্বপূর্ণ।'

 

সর্বশেষ

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

মেয়েদের আইপিএলে দল পেলেন না মারুফা-রাবেয়া

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

ক্যাম্ফারকে মারতে যাওয়ায় ২ ম্যাচ নিষিদ্ধ রাজা

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

‘আমার ক্যারিয়ারে দেখা সবচেয়ে বাজে উইকেট’

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের যুবাদের

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

প্রথম বহরে ১৪ জনকে নিয়ে রাতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

‘টেস্টে উন্নতি করতে আসিনি, জিততে এসেছি’

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

‘যখনই কাউকে শাস্তি দিয়েছি, দেশের মানুষ আমাকে শেষ করে দিয়েছে’

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

৭১ টিভির বিরুদ্ধে মুশফিকের লিগ্যাল নোটিশ

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

সাউথ আফ্রিকায় ইতিহাস গড়া হলো না বাংলাদেশের

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

ভারত সিরিজে আবারও ধাক্কা খেল সাউথ আফ্রিকা

আর্কাইভ