Connect with us

বিশ্বকাপ

বিশ্বকাপে ৬ নম্বরে ভারতের ভরসা সূর্যকুমার


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সেরা ব্যাটার সূর্যকুমার যাদব। ভারতীয় এই ব্যাটার তবুও ওয়ানডেতে নিজের পায়ের তলার মাটি খুঁজে বেড়াচ্ছেন। কদিন আগেই ঘোষণা করা হয়েছে ভারতের বিশ্বকাপ দল। সেখানে থাকলেও তার জায়গা নিয়ে প্রশ্ন আছে। তবে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন তারা সূর্যকুমারের পাশে আছেন।

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার জন্য ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেধে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর আগে যতবার ইচ্ছে দল পরিবর্তনের সুযোগ রয়েছে বোর্ডগুলোর হাতে। দ্রাবিড় মনে করেন ২৭ সেপ্টেম্বরের কথা ভেবে সূর্যকুমারের চিন্তার কিছু নেই। কারণ তাদের দলে এই ব্যাটার আছেন।


দ্রাবিড় বলেন, 'আমার মনে হয় না ২৭ তারিখের কথা ভেবে তার চিন্তার কোনো কারণ আছে। আমরা বিশ্বকাপের দল বেঁছে নিয়েছি এবং সূর্য সেখানে আছে। আমরা এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এবং আমরা তাকে পুরোপুরি সমর্থন দিচ্ছি কারণ তার মধ্যে গুণ রয়েছে এবং ক্ষমতা রয়েছে যা আমরা দেখতে পাচ্ছি।


সূর্যকুমার টি-টোয়েন্টিতে সফল হলেও ওয়ানডেতেও সাফল্যের খুব বেশি দূরে নেই বলে মনে করেন দ্রাবিড়। বিশ্বকাপে ছয় নম্বরে ভারতের ভরসা হয়ে উঠতে পারেন এই সূর্যকুমার। সেই পরিকল্পনাতেই তাকে দলে নেয়া হয়েছে বলে জানালেন ভারতের প্রধান কোচ।

তিনি বলেন, 'আমরা টি-টোয়েন্টিতে তার এই গুণগুলো দেখেছি। তবে আমরা জানি তার মতো একজন ব্যাটার ছয় নম্বরে কী প্রভাব ফেলতে পারে। সে একটি ম্যাচের গতিপথ পরিবর্তন করে দিতে পারে। এ কারণেই আমরা তাকে সম্পূর্ণ সমর্থন করছি। আমরা এই বিষয়ে খুব স্পষ্ট। আমরা আশাবাদী সে ঘুরে দাঁড়াতে পারবে।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এই সিরিজ দিয়েই নিজেদের ঝালিয়ে নিচ্ছে ভারতীয়রা। দ্রাবিড়ও বিশ্বকাপে খেলতে যাওয়া ক্রিকেটারদের ড্রেস রিহার্সাল হিসেবেই দেখছেন এই সিরিজকে। তবে বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো ক্রিকেটার প্রথম দুই ওয়ানডেতে বিশ্রামে থাকবে।

তাদের কথা জানিয়ে দ্রাবিড় বলেন, 'সকলের সঙ্গে কথা বলেই বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দল চায় বিশ্বকাপে যেন সবাই তরতাজা থাকে। সেই কারণেই বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত-কোহলিদের। আমরা চাইব বিশ্বকাপে ক্রিকেটারেরা যে জায়গায় ব্যাট করবে, এই সিরিজ়ে সেখানেই তাদের খেলাতে।'

সর্বশেষ

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

বিগব্যাশে খেলতে অপেক্ষায় থাকতে হচ্ছে হারিস রউফকে

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

শান্তর আউটে অবাক জয়, ফিলিপস বলছেন ভাগ্যবান

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়ছেন জয়

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

ক্রিকেটানন্দে ক্রিকেট মাঠে শিক্ষা সফর

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

সূর্যকুমার আমার ধারে কাছেও আসতে পারবে না: গেইল

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

দেশে ফিরে যাচ্ছেন বিশ্বকাপজয়ী ৬ ক্রিকেটার

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

সানি শ: খেলা দেখার জন্য দেশ হতে দেশান্তরে

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

আজমের জরিমানা বাতিল করল পিসিবি

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

নিউজিল্যান্ডের ঘূর্ণি সামলে বাংলাদেশের তিনশ পার

২৭ নভেম্বর, সোমবার, ২০২৩

ঘরে জয়, বাইরে লড়াইয়ের মন্ত্রে বাংলাদেশের নতুন যাত্রা

আর্কাইভ