Connect with us

বাংলাদেশ- নিউজিল্যান্ড সিরিজ

মাহমুদউল্লাহ-তামিমকে চাপে ফেলতে চান না লিটন


প্রকাশ

:

ছবি : ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দীর্ঘদিন পর বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তামিম ইকবালও ফিরেছেন ইনজুরি কাটিয়ে। এই দুজন সিনিয়র ক্রিকেটার নিজেদের সেরাটা দেবেন বলেই বিশ্বাস লিটন দাসের।

শেষবার বাংলাদেশের জার্সিতে মাহমুদউল্লাহ খেলেন চলতি বছরের মার্চে। চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে খেলা সেই ম্যাচটির পর জাতীয় দলে উপেক্ষিত তিনি। তবে সময়ের পরিক্রমায় আবারও জাতীয় দলে ফিরেছেন মাহমুদউল্লাহ।


এদিকে মাসখানেক আগে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলার পর এবারই প্রথম কোনও সিরিজে জায়গা হলো তামিম ইকবালের। মাঝের সময়টায় অবসর, ইনজুরি, পুনর্বাসনেই কাটিয়েছেন তিনি।


আসন্ন নিউজিল্যান্ড সিরিজে মাহমুদউল্লাহ এবং তামিম- দুই অভিজ্ঞ ক্রিকেটারই নিজেদের পারফরম্যান্সে প্রত্যাবর্তন রাঙাবেন বলে বিশ্বাস লিটনের। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে বেশ আশাবাদী।

লিটন বলেন, ‘দুইজন সিনিয়র খেলোয়াড় থাকলে তো অবশ্যই সব দিক থেকে হেল্প হয়। অনেক দিন পর তারা খেলতে এসেছেন। আমি চাই না কোনো কিছু নিয়ে তাদের চাপ দিতে। তারা গেমটা এনজয় করুক। বাংলাদেশের প্রতিটি ম্যাচেই এনজয় করতে পারলে সাফল্যের সম্ভাবনা বেশি থাকে।’

এদিকে মাহমুদউল্লাহ-তামিমের মতো এবারের সিরিজে ফিরেছেন সৌম্য সরকার। উল্লেখ করার মতো কোনো পারফরম্যান্স ছাড়াই জাতীয় দলের ডেরায় ফিরেছেন তিনি। সৌম্যর ব্যাপারেও আশাবাদী লিটন। সৌম্য বা মাহমুদউল্লাহ- কাউকেই নিজেদের ভূমিকা বোঝাতে চান না তিনি।

লিটন আরও বলেন, ‘রোল (ভূমিকা) জিনিষটা আমি আসলে বলতে চাই না। এটা আসলে পরিস্থিতির উপর নির্ভর করে। এখন যদি ম্যাচে দ্রুত উইকেট পড়ে যায়, এখন যদি রিয়াদ ভাই ব্যাটিংয়ে যায়, ৩০-৩৫ ওভারের খেলা থাকে, তাহলে উনি উনার মতো করেই গেইম খেলবে। ওটা বলার দরকার নাই। উনি অনেক ম্যাচুরড। এটা সৌম্যর ক্ষেত্রেও। যেখানে সুযোগ পাবে তারা রান করার চেষ্টা করবে। ইমপ্যাক্ট শুধু তারা দুজন না, প্রত্যেকটা ব্যাটসম্যানের কাজ রান করা।’

সর্বশেষ

৭ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

বিশ্রামে উইলিয়ামসনরা, নিউজিল্যান্ডের ওয়ানডে দলে ৩ নতুন মুখ

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

হৃদয়ের ঝড়ো সেঞ্চুরির পরও পিছিয়ে নর্থ জোন

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

তানভীরের ৫ উইকেটের দিনে সৌম্যর আক্ষেপ

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

দুই দিনে টেস্ট জয়ের কথা ভাবছে না বাংলাদেশ

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

ইচ্ছার বিরুদ্ধে মুশফিকের ইচ্ছাকৃত ভুল

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

৮০-৯০ রানের জুটি হবে না, ৩০ রানের জুটির আশায় স্যান্টনার

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

১০ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে তাইজুল

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

রশিদকে টপকে বোলিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে বিষ্ণই

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

যতদিন হাঁটতে পারব, ততদিন আইপিএল খেলব: ম্যাক্সওয়েল

আর্কাইভ