Connect with us

নিউজিল্যান্ড ক্রিকেট

বিশ্বকাপের আগমুহূর্তে অস্ত্রোপচারের টেবিলে সাউদি


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

এই বৃহস্পতিবারই ডান হাতের বুড়ো আঙ্গুলে অস্ত্রোপচার করাবেন টিম সাউদি। নিউজিল্যান্ডের অভিজ্ঞ এই পেসার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ক্যাচ লুফে নিতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন। শেষ পর্যন্ত অস্ত্রোপচারের মাধ্যমেই এই ইনজুরি সারানোর সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। এমন একটি আসর শুরুর আগে সাউদির অস্ত্রোপচার নিয়ে দোটানায় ছিল নিউজিল্যান্ড।


তবে আঙুলের ইনজুরি না সারানো গেলে বিশ্বকাপে কোনোভাবেই খেলা হবে না তার। এ কারণে তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। এই ব্যাপারে গণমাধ্যমে কথা বলেছেন দলটির হেড কোচ গ্যারি স্টেড।


তিনি বলেন, 'তার ডান হাতের বুড়ো আঙ্গুলে আমরা কিছু পিন এবং স্ক্রু লাগিয়ে দেবো। এই প্রক্রিয়াকে সফল করে তুলতে হবে। টিম কতটুকু ব্যথা সহ্য করতে পারে সেটাও দেখার বিষয় আছে। এরপর সে যখন ফিরবে, ট্রেইনিং করবে ও খেলবে তখন কেওন অনুভব করে সেটাও দেখতে হবে।'

'অক্টোবরের পাঁচ তারিখে ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী দিনে আহমেদাবাদে আমাদের খেলা আছে। ওই সময় যৌক্তিকভাবেই আমরা তাকে মাঠে দেখতে চাই। টিম খুবই অভিজ্ঞ এবং আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। বিশ্বকাপের স্কোয়াডে থাকার জন্য আমরা তাকে সবরকমের সুযোগ দিতে চাই।'

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তান এবং সাউথ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। নিশ্চিতভাবেই এই দুটি ম্যাচে খেলবেন না সাউদি। এদিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশে নিউজিল্যান্ড দল। এই দলে রাখাই হয়নি সাউদিকে।

সর্বশেষ

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শান্ত-মিরাজের দিকে চোখ রাখতে বলছেন হার্শা

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

নেদারল্যান্ডসের বিপক্ষেও হারতে পারে পাকিস্তান: নাসের

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শুধু বিশ্বকাপেই সীমাবদ্ধ থাকুক ওয়ানডে ক্রিকেট, চাওয়া এমসিসি সভাপতির

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ডি কক-রাবাদাদের ‘চোকার’ তকমা ঘুচানোর আরেকটি মিশন

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ভারতের মেরুদণ্ড গিল-কোহলি, হবে কী ২০১১ এর পুনরাবৃত্তি?

২ অক্টোবর, সোমবার, ২০২৩

প্রথম ম্যাচে খেলার জন্য ‘শতভাগ ফিট’ সাকিব

২ অক্টোবর, সোমবার, ২০২৩

অলরাউন্ডাররাই ভরসা অস্ট্রেলিয়ার, লক্ষ্য ষষ্ঠ শিরোপার

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ফিল্ডিংয়ে হতাশা দিয়ে প্রস্তুতি শেষ বাংলাদেশের

২ অক্টোবর, সোমবার, ২০২৩

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া

২ অক্টোবর, সোমবার, ২০২৩

বাবরকে সাহসী হতে বলছেন আফ্রিদি

আর্কাইভ

বিজ্ঞাপন