Connect with us

বিশ্বকাপ

ভারত-পাকিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকেও সেমিতে দেখছেন গিলক্রিস্ট


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপের এক মাসের কম সময় রয়েছে। অংশ নেয়া দলগুল ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। আসন্ন এই বিশ্বকাপে কোন কোন দল চমক দেখাতে পারে তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা। অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট ভারত-পাকিস্তানের সঙ্গে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে নিয়ে বাজি ধরছেন।

সদ্যই সাউথ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে হেরেছে। গিলক্রিস্ট অবশ্য এরপরও অস্ট্রেলিয়া দলের পাশে দাঁড়িয়েছে। তিনি মনে করেন বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ায়নডে সিরিজটি বেশ ভালো কাজে দেবে অজিদের।


তিনি বলেন, 'আমি মনে করি ভারত এবং পাকিস্তান খেলতে পারে। বাকি দুটি দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। অস্ট্রেলিয়া যখন ভারতে আসবে সাউথ আফ্রিকা সিরিজ থেকে অনেক কিছু শিখবে। তারা বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে। তাই সেখানে পূর্ণশক্তির দল খেলাবে। এরপরই বোঝা যাবে তারা আসলে কোন অবস্থায় আছে।'


সাউথ আফ্রিকার মাটিতে খরুচে বোলিং করেছেন অ্যাডাম জাম্পা। যদিও ভারতের অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে জাম্পাকেই বড় ভূমিকা রাখতে হবে। গিলক্রিস্টের বিশ্বাস নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্বকাপে ভালো করবে অস্ট্রেলিয়া।

সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, 'অ্যাডাম জাম্পা সাউথ আফ্রিকায় নিজেকে প্রমাণ করতে পারেনি। সে এখানে ভিন্ন রকমের কন্ডিশন পাবে, ভিন্নরকম পিচ পাবে এবং সে বিশ্বমানের স্পিন বোলার সে এটা প্রমাণ করেছে, বিশেষ করে টি-টোয়েন্টিতে। এখন সে ৫০ ওভারের বিশ্বকাপে সুযোগ পাচ্ছে। পুরো দলটাই বেশ অভিজ্ঞ এবং তাদের সেই অভিজ্ঞতা বিশ্বের অন্য দলগুলোর বিপক্ষে কাজে লাগাতে হবে এবং ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে।'

সর্বশেষ অস্ট্রেলিয়া দল যখন ভারতে খেলেছিল তখন ফর্মহীনতায় ভুগছিলেন ডেভিড ওয়ার্নার। ফলে এই অভিজ্ঞ ব্যাটারকে মিডল অর্ডারে খেলানো হয়েছিল। সদ্য সমাপ্ত সাউথ আফ্রিকা সিরিজে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলে ওয়ার্নার। পেয়েছেন সেঞ্চুরিও। গিলক্রিস্টের বিশ্বাস তিনি সেই ফর্ম ভারতে নিয়ে আসবেন। 

এই ওপেনারকে নিয়ে গিলক্রিস্ট বলেন, 'সাউথ আফ্রিকায় প্রায় পুরো সিরিজেই সে সত্যিই ভালো খেলেছে। আমার মনে হয় সে উপরের দিকেই ব্যাট করবে। তার মিডল অর্ডারে খেলা নিয়ে অনেক কথা চলছে। কিন্তু আমি মনে করি সে ওপেনিংই করবে। সাউথ আফ্রিকায় সে তার আক্রমণাত্মক ব্যাটিং করেছে ও প্রভাব রেখেছে টপ অর্ডারে।'

সর্বশেষ

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শান্ত-মিরাজের দিকে চোখ রাখতে বলছেন হার্শা

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

নেদারল্যান্ডসের বিপক্ষেও হারতে পারে পাকিস্তান: নাসের

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শুধু বিশ্বকাপেই সীমাবদ্ধ থাকুক ওয়ানডে ক্রিকেট, চাওয়া এমসিসি সভাপতির

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ডি কক-রাবাদাদের ‘চোকার’ তকমা ঘুচানোর আরেকটি মিশন

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ভারতের মেরুদণ্ড গিল-কোহলি, হবে কী ২০১১ এর পুনরাবৃত্তি?

২ অক্টোবর, সোমবার, ২০২৩

প্রথম ম্যাচে খেলার জন্য ‘শতভাগ ফিট’ সাকিব

২ অক্টোবর, সোমবার, ২০২৩

অলরাউন্ডাররাই ভরসা অস্ট্রেলিয়ার, লক্ষ্য ষষ্ঠ শিরোপার

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ফিল্ডিংয়ে হতাশা দিয়ে প্রস্তুতি শেষ বাংলাদেশের

২ অক্টোবর, সোমবার, ২০২৩

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া

২ অক্টোবর, সোমবার, ২০২৩

বাবরকে সাহসী হতে বলছেন আফ্রিদি

আর্কাইভ

বিজ্ঞাপন