Connect with us

বিশ্বকাপ

বিশ্বকাপে দর্শকশূন্য মাঠে হবে পাকিস্তান-নিউজিল্যান্ডের ওয়ার্ম আপ ম্যাচ


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

করোনা চলাকালে বেশকিছু দর্শকহীন ম্যাচ দেখেছিল ক্রিকেট বিশ্ব। আবারও এমন দর্শকহীন বা 'ক্লোজ ডোর' ম্যাচ হতে যাচ্ছে। আর সেটা হচ্ছে আসন্ন ক্রিকেট বিশ্বকাপেই। যদিও মূল পর্বের কোনো ম্যাচ নয়, পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ওয়ার্ম-আপ ম্যাচটি হতে যাচ্ছে দর্শকশূন্য।

এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আগামী ২৯ সেপ্টেম্বর ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত হবে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ওয়ার্ম আপ ম্যাচ। এর আগের দিন সেখানে পালন করা হবে মুসলিম এবং হিন্দুদের দুটি পৃথক ধর্মীয় উৎসব।


২৮ সেপ্টেম্বর মুসলমানরা ঈদ-এ-মিলাদুন্নবি পালন করবে। এদিকে হিন্দুরা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী গনেশ বিসর্জন পালন করবে। এই দুটি উৎসবে মোতায়েন করা হবে অসংখ্য পুলিশ। আর এমন উৎসবের পরদিনও ব্যস্ত থাকবে পুলিশ।


যার কারণে পাকিস্তান জাতীয় দলকে আলাদাভাবে বিশেষ নিরাপত্তা দিতে পারছে না তারা। পাকিস্তান দল অবশ্য শর্ত মোতাবেক যেমন নিরাপত্তা পাওয়ার কথা, তেমনটাই পাবে। শুধু নিরাপত্তার স্বার্থে ম্যাচটিই হবে বদ্ধ স্টেডিয়ামে!

বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, 'উৎসবগুলো অনেকরাত পর্যন্ত হবে। তাই ম্যাচের দিন পুলিশ যেভাবে নিরাপত্তা দেয়ার কথা সেভাবে পারবে না। তবে উভয়দল স্টেডিয়ামে যাওয়া-আসার পথে এবং সেখানে থাকাকালীন পূর্ণ নিরাপত্তা পাবে।'

এদিকে এরই মাঝে অনলাইনে বিক্রি হয়ে গেছে পাকিস্তান-নিউজিল্যান্ড ওয়ার্ম-আপ ম্যাচের টিকিট। আয়োজক ভারত অবশ্য সব টিকিটের দাম ফেরত দেবে বলে জানিয়েছে। নিরাপত্তাজনিত কারণে এর আগে বিশ্বকাপের সূচিতেও বদল আনা হয়েছিল।

সর্বশেষ

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শান্ত-মিরাজের দিকে চোখ রাখতে বলছেন হার্শা

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

নেদারল্যান্ডসের বিপক্ষেও হারতে পারে পাকিস্তান: নাসের

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শুধু বিশ্বকাপেই সীমাবদ্ধ থাকুক ওয়ানডে ক্রিকেট, চাওয়া এমসিসি সভাপতির

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ডি কক-রাবাদাদের ‘চোকার’ তকমা ঘুচানোর আরেকটি মিশন

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ভারতের মেরুদণ্ড গিল-কোহলি, হবে কী ২০১১ এর পুনরাবৃত্তি?

২ অক্টোবর, সোমবার, ২০২৩

প্রথম ম্যাচে খেলার জন্য ‘শতভাগ ফিট’ সাকিব

২ অক্টোবর, সোমবার, ২০২৩

অলরাউন্ডাররাই ভরসা অস্ট্রেলিয়ার, লক্ষ্য ষষ্ঠ শিরোপার

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ফিল্ডিংয়ে হতাশা দিয়ে প্রস্তুতি শেষ বাংলাদেশের

২ অক্টোবর, সোমবার, ২০২৩

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া

২ অক্টোবর, সোমবার, ২০২৩

বাবরকে সাহসী হতে বলছেন আফ্রিদি

আর্কাইভ

বিজ্ঞাপন