Connect with us

আবু ধাবি টি-টেন

বাংলাদেশের নাসিরের বিরুদ্ধে তদন্তে আইসিসি


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

আবু ধাবি টি-টেন লিগে দুর্নীতির জন্য অভিযুক্ত হয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা। এর মধ্যে রয়েছেন বাংলাদেশের এক সময়ের তারকা অলরাউন্ডার নাসির হোসেনও। জাতীয় দলে না থাকলেও নিয়মিত ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন নাসির।

২০২১ সালে তিনি আরব আমিরাতে পাড়ি দিয়েছিলেন আবু ধাবি টি-টেন লিগে খেলতে। সেই টুর্নামেন্টেই দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এই ঘটনার তদন্তে নেমেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


এই ঘটনায় নাসির ছাড়াও অভিযুক্ত হয়েছেন ক্রিশান কুমার চৌধুরি যিনি একটি ফ্র্যাঞ্চাইজির অন্যতম অংশিদার। এ ছাড়া আরেকটি ফ্র্যাঞ্চাইজির অংশিদার পরাগ সাংভি, ব্যাটিং কোচ আসহার জাইদি, ঘরোয়া ক্রিকেটার রিজওয়ান জাভেদ, সিলিয়া সামান ও সহকারী কোচ শাদাব আহমেদ।


নাসিরের বিপক্ষে দুর্নীতি বিরোধী তিনটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। আইসিসির দুর্নীতি বিরোধী ২.৪.৩ ধারা অনুযায়ী দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তাকে (ডিএসিও) ৭৫০ ডলারের বেশি অর্থ মূল্যের উপহার নেয়ার বিষয়ে বিস্তারিত জানাতে ব্যর্থ হয়েছেন নাসির।

এ ছাড়া ২.৪.৪ ধারায় তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তাকে দুর্নীতি বা ম্যাচ ফিক্সিংয়ের কোন প্রস্তাব তিনি পেয়েছিলেন কিনা, তাকে কোনভাবে প্ররোচিত করা হয়েছিল কিনা তা পরিষ্কার তথ্য জানাতে ব্যর্থ হয়েছেন। এই ঘটার বিস্তারিত নিয়েও মুখ খুলেননি নাসির।

নাসিরের বিরুদ্ধে শেষ অভিযোগটি ২.৪.৬ ধারায়। তিনি সম্ভাব্য দুর্নীতিতে যুক্ত ছিলেন এমন তদন্তের বিষয়ে দুর্নীতির তদন্তে থাকা কর্মকর্তাকে বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছেন বা কোন যুক্তি ছাড়াই তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছেন।

২০২১ সালে আবুধাবি টি-টেন লিগে পুনে ডেভিলসের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন নাসির। তবে নাসিরের ব্যক্তিগত পারফরম্যান্সের সঙ্গে তার দলও ব্যর্থ হয়েছিল। গ্রুপ পর্বে ৬ ম্যাচে ২ জয়ে ৮ দলের মধ্যে তারা ছিল তলানিতে।

সর্বশেষ

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শান্ত-মিরাজের দিকে চোখ রাখতে বলছেন হার্শা

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

নেদারল্যান্ডসের বিপক্ষেও হারতে পারে পাকিস্তান: নাসের

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শুধু বিশ্বকাপেই সীমাবদ্ধ থাকুক ওয়ানডে ক্রিকেট, চাওয়া এমসিসি সভাপতির

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ডি কক-রাবাদাদের ‘চোকার’ তকমা ঘুচানোর আরেকটি মিশন

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ভারতের মেরুদণ্ড গিল-কোহলি, হবে কী ২০১১ এর পুনরাবৃত্তি?

২ অক্টোবর, সোমবার, ২০২৩

প্রথম ম্যাচে খেলার জন্য ‘শতভাগ ফিট’ সাকিব

২ অক্টোবর, সোমবার, ২০২৩

অলরাউন্ডাররাই ভরসা অস্ট্রেলিয়ার, লক্ষ্য ষষ্ঠ শিরোপার

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ফিল্ডিংয়ে হতাশা দিয়ে প্রস্তুতি শেষ বাংলাদেশের

২ অক্টোবর, সোমবার, ২০২৩

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া

২ অক্টোবর, সোমবার, ২০২৩

বাবরকে সাহসী হতে বলছেন আফ্রিদি

আর্কাইভ

বিজ্ঞাপন