Connect with us

বাংলাদেশ ক্রিকেট

আমি নারী বিদ্বেষী নই, ক্ষমা চেয়ে তানজিম সাকিব


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

তানজিম হাসান সাকিবের বেশ কিছু পুরনো ফেসবুক পোস্ট নিয়ে তুমুল বিতর্ক চলছে। যেখানে কর্মজীবী নারীদের হেয় করে পোস্ট করেছিলেন তরুণ এই পেসার। এমন কাণ্ডের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ক্ষমা চেয়েছেন তানজিম। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

২০২০ সালে বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তানজিম সাকিব। পরবর্তীতে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেছেন তরুণ এই পেসার। যার ফলে ইবাদত হোসেন চোটে এশিয়া কাপের দলে ডাক পড়েছিল তার। নিজেদের শেষ ম্যাচে ভারতের অভিষেকও হয়েছিল তানজিম সাকিবের।


নিজের অভিষেক ম্যাচে রোহিত শর্মা ও তিলক ভার্মার উইকেট নিয়ে রাঙিয়ে রেখেছিলেন ২০ বছর বয়সী এই পেসার। নিজের প্রথম স্পেলে ভারতকে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছিলেন তিনি। এমন পারফরম্যান্সের পর তাকে উচ্ছ্বাসে ফেটে পড়ার কথা ছিল সমর্থকদের। উল্টো সমালোচনায় তীরবিদ্ধ হতে থাকেন তিনি।


সেটার যৌক্তিক কারণও আছে বটে। ২০২২ সালের সেপ্টেম্বরে কর্মজীবী নারীদের নিয়ে হেয় মনোভাবের পোস্ট করেছিলেন তানজিম সাকিব। দু-তিন দিন ধরে চলা এই বিষয় নিয়ে তার সঙ্গে সরাসরি কথা বলে বিসিবি। যেখানে ক্রিকেট অপারেশন্সকে জানিয়েছেন, তিনি নারী বিদ্ধেষী নন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জালাল ইউনুস বলেন, ‘ একটা কথা এসেছে নারীদের ব্যাপারে। নারীদের ব্যাপারে যেসব পোস্ট ছিল, সে বলেছে আমি এটার দায়দায়িত্ব নিচ্ছি। আমি নারীবিদ্বেষী নই। এই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছে। সে বলেছে আমার মা একজন নারী। আমি কোনো দিনও নারী বিদ্বেষী হতে পারি না। এটা হচ্ছে তার বক্তব্য। আমরা তাকে সতর্ক থাকার জন্য বলেছি। ভবিষ্যতে যদি কোনো পোস্ট দিয়ে থাকে সেটা বোর্ড থেকে পর্যবেক্ষণ করা হবে।’

ক্রিকেট অপারেশন্সের মতো তানজিম সাকিবের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল মিডিয়া কমিটি থেকেও। পুরো বিষয়টি নিয়ে তার সঙ্গে খোলামেলা আলাপ করেছে তারা। বিসিবিকে তরুণ এই পেসার জনান, কাউকে উদ্দেশ্য করে এমন পোস্ট করা হয়নি। তবুও কেউ কষ্ট পেয়ে থাকলে সেটার জন্য সে দুঃখিত।

জালাল ইউনুস বলেন, ‘ক্রিকেট বোর্ড থেকে, ক্রিকেট অপারেশন্স থেকে তানজিম সাকিবের সাথে আমাদের আলোচনা হয়েছে। ওর সাথে আমরা কথা বলেছি। মিডিয়া কমিটি থেকেও তার সাথে যোগাযোগ করা হয়েছে। তাকে আমরা অবগত করেছিলাম, যেসব পোস্ট ফেসবুকে এসেছে... তার বক্তব্য হচ্ছে- কাউকে আঘাত করার উদ্দেশে এরকম পোস্ট দেওয়ার কথা না। সে যেসব পোস্ট দিয়েছে, তার নিজ থেকে দিয়েছে, কাউকে উদ্দেশ্য করে না। এটা দেওয়ার পর কারও আঘাত যদি লেগে থাকে হি ইজ সরি ফর দ্যাট।’

সর্বশেষ

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শান্ত-মিরাজের দিকে চোখ রাখতে বলছেন হার্শা

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

নেদারল্যান্ডসের বিপক্ষেও হারতে পারে পাকিস্তান: নাসের

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শুধু বিশ্বকাপেই সীমাবদ্ধ থাকুক ওয়ানডে ক্রিকেট, চাওয়া এমসিসি সভাপতির

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ডি কক-রাবাদাদের ‘চোকার’ তকমা ঘুচানোর আরেকটি মিশন

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ভারতের মেরুদণ্ড গিল-কোহলি, হবে কী ২০১১ এর পুনরাবৃত্তি?

২ অক্টোবর, সোমবার, ২০২৩

প্রথম ম্যাচে খেলার জন্য ‘শতভাগ ফিট’ সাকিব

২ অক্টোবর, সোমবার, ২০২৩

অলরাউন্ডাররাই ভরসা অস্ট্রেলিয়ার, লক্ষ্য ষষ্ঠ শিরোপার

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ফিল্ডিংয়ে হতাশা দিয়ে প্রস্তুতি শেষ বাংলাদেশের

২ অক্টোবর, সোমবার, ২০২৩

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া

২ অক্টোবর, সোমবার, ২০২৩

বাবরকে সাহসী হতে বলছেন আফ্রিদি

আর্কাইভ

বিজ্ঞাপন